![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
আমাদের দেশের সবাই কাজ নিয়ে অনেক সিরিয়াস। নিজ নিজ জায়গায় সবাই চায় ভাল কাজ করতে। আমার এক বন্ধু মাল্টি-ন্যাশনাল এক কোম্পানিতে কাজ করে। তার কাজের একটা বিশেষ বৈশিষ্ট্য হল সে কোম্পানির জন্য নানা রকম কেনাকাটা করে। সে এই কেনাকাটায় বিশেষ ভাবে পারদর্শি। তো তার কাজে কেউ যেন না ভাবে যে সে কেনাকাটায় টাকার গন্ডগোল করে, তাই সে নিজেই নিজের মোবাইল নাম্বারে ইন্টারনেট থেকে বেনামে মেসেজ পাঠায়, 'আমরা আপনার কাজ পর্যবেক্ষণ এ রেখেছি। সাধু সাবধান।' পরবর্তিতে এই মেসেজ তার অফিসে দেখানোর পরে, তার কেনাকাটা নিয়ে কেউ আর কখনও মাথা ঘামায়নি।
কাজ করার জন্য আমাদের বুদ্ধি কখনও থেমে থাকে না। আমার কাজ করার শখ 'ইভেন্ট ম্যানেজমেন্ট' নিয়ে। কিছুদিন আগে একটা কাজের কথা বলে এক বড় ভাই ডেকে নিয়ে যায়। তার কাজের বিবরণ দেয়ার পর তাকে কাজের খরচ জানাতে বলে। সব কিছু জানানোর পর, সে একদিন আমায় ফোন দেয়। সে আমাকে জানায় যে, এটা তো অনেক বড় কাজ! অনেক বিশিষ্ট(!) ব্যাক্তিরা আসবেন। তো এই কাজ পেতে হলে, তাদের মনোরঞ্জনের জন্য ১৫ জন মেয়ের ব্যবস্থা করে দিতে হবে! আমি তাকে বললাম, ভাই কাজ হয়তও জীবনে অনেক পাব; কিন্তু আপনি যা বললেন! এই কাজ করে আমার বাবা'র কবরে আজাবের ব্যবস্থা করে দিতে পারব না। আমি স্যরি ভাই, আমাকে দিয়ে হবে না। সে আমার দিকে খুবই আশ্চর্য হয়ে তাকিয়ে বললেন, তাইলে এই লাইন এ কাজ করতে চাও কেন?
আমি বড় ভাই এর কথা'র উত্তর দিতে পারি নাই। তবে বুঝতে পারলাম, যে কেউ না কেউ তো তার কাজ অবশ্যই করবে। কাজ হাসিলের জন্য আমরা সবই পারি। আজকাল ঘুষের স্টাইলও চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমাদের দুদক কি এদের হিসাবও রাখে!
©somewhere in net ltd.