নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই ভিজ্যুয়ালাইজ রিয়্যালিটি!

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

ভিজ্যুয়ালাইজার

- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।

ভিজ্যুয়ালাইজার › বিস্তারিত পোস্টঃ

তালে তাল মিলানো মানে তালেবান

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০২

আমার মা একজন তালেবান। তালে তাল মিলানোর এই অর্থে তালেবান। আমার বাবা বেঁচে থাকা অবস্থায় যা-ই বলতেন তিনি তাতেই তাল মিলাতেন। শুধু তা-ই নয় বাবা মারা যাওয়ার পরও মা তার বলা কথাগুলো'র তালে তাল মিলিয়ে চলেছেন।



ধরুন বাবা বললেন যে, আজকে টিভি দেখা যাবে না। আমার মা ও একই সুরে বলতেন, কোন টিভি দেখা-দেখি নাই গিয়ে পড়তে বস। বাবা'র এই রকম সিদ্ধান্তের বেলায় তিনি কখনই আমাদের পক্ষ নিতেন না। এই রকম আর কি। মা, বাবা'র প্রতিটি কথায় তাল মিলাতেন এ কারনে যে তিনি বাবাকে ভালবাসেন। তিনি বাবা'র মন জয় করতে চাইতেন। তিনি কখনই চাইতেন না যে আমার বাবা'র সাথে তার বিরোধ হোক।



বর্তমান সরকারের পরিস্থিতিই ও তালে তাল মিলানোর মত। তারা সবার সাথে তাল মিলাতে চান। কিন্তু বিষয়টি হল, একসাথে সবাইকে খুশি রাখা যায় না। একসাথে সাবাইকে ভালবাসতে গেলে সংসারে অশান্তি লাগবেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.