![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
আজকে রাস্তায় বের হলাম বিকেল ৫ টার দিকে। উদ্দেশ্য খিলক্ষেতের দিকে যাওয়া। বড় ভাইদের কাজে হেল্প করে তাদের কষ্ট কমানোরি নিয়ত। ৫টার দিকে বের হওয়ার কারন, যে রাস্তায় যানবাহন কিছু পাওয়া যাবে (খিলক্ষেতে তো আর হেঁটে বা রিক্সায় যাওয়া যাবে না)। কিন্তু বাসস্ট্যান্ডে যাওয়ার পর আমি তো 'সাকা চৌধুরি' বনে গেলাম! নিয়মিত হরতালে যেখানে ২৭ নাম্বার বাসের বন্যায় ভেসে যায় অন্যায়, আজ সেখানে কিচ্ছু নাই। খানিকক্ষণ দৌড়া-দৌড়ী'র পর একটা সিএনজি'র নাগাল পেলাম। স্বাভাবিকভাবেই সিএনজি'র উচ্চ মূল্য। পকেটে মাত্র ৩৫০ টাকা। খুবই লজ্জিতভাবে অনুরোধের পর মামা ২৫০ টাকায় যাইতে রাজি হইলেন।
সিএনজি মামা'র কাছে থেকে জানলাম, যে সব পাবলিক ট্রান্সপোর্ট আজকে ছিল বন্ধ। মামা'র ভাষায় সরকারি হরতাল তো, তাই বাইর হইলে নাকি পুলিশ'ই কেস করে দেয়!
আমি ভাবতে লাগলাম, এই সময়ে বাবা বেঁচে থাকলে কি করতাম? তাকে নিয়ে তো হটাৎ-হটাৎ হাসপাতালে যেতে হত! আমরা সাধারন মানুষ, হরতালের লাভ লোকসান বুঝি না। কিন্তু আমাদের যে ভোগান্তি, এটা আমরা ঠিকই বুঝি। যুদ্ধাপরাধি'র বিচার না হওয়া আমার লজ্জা। মহানবী (সঃ) কে নিয়ে বাজে কথা বলা আমার ধর্মের অপমান। কিন্তু এজন্য যে রাজনীতি পোহাতে হচ্ছে তা আমার দৈহিক ও মানসিক কষ্ট।
©somewhere in net ltd.