![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
গতকাল শাহবাগে গিয়েছিলাম। সেখানে গণজাগরন মঞ্চে এক বক্তা বলছিলেন, 'আপনারা মাছরাঙ্গা পাখির নাম শুনেছেন?' জনগন এর উত্তর, 'হ্যাঁ, শুনেছি।'
বক্তাঃ মাছরাঙ্গা পাখির নামের আগে মাছ আছে, তাই বলে মাছরাঙ্গা পাখি কি কোনদিন মাছ হতে পারবে?
জনগনঃ না।
বক্তাঃ ঠিক তেমনিভাবেই, হেফাজতে ইসলাম নাম রাখলেই তারা ইসলামের হেফাজত করতে পারে না।
বক্তা'র কথা ভুল বা ঠিক কি না, তা বিচার নয় বরং তার উধাহরনটি আমার বেশ ভাল লেগেছে। আমি ঠিক তখন শাহবাগের মোড়ে দই-চিড়া খাচ্ছিলাম। মামা'র দোকানে লেখা 'বগুড়া'র দই পাওয়া যায়।' আমি মামাকে ফোড়ন কেটে বললাম, 'মামা নামের আগে বগুড়া'র দই লিখলেই কিন্তু বগুড়া'র দই হয় না।' বাঃ, কথাটা তো দারুন পছন্দ হয়েছে!
শাহবাগ ছেড়ে একটু সামনে এগুতেই নজরে পড়ল একটা কভার্ড ভ্যান মাছ বিক্রি করছে। তাতে একটা ব্যানার টাঙ্গানো, 'ফরমালিনমুক্ত মাছ।' বাঃ সব কিছুতেই কথাটি মিলে যাচ্ছে। আনমনে ভাবতে লাগলাম আর কি হতে পারে যার সাথে এই লজিকটার মিল পাওয়া যায়? হটাৎ মনে পড়ে গেল সংবাদপত্রের এক লেখার কথা, 'ছাত্রলীগ বা ছাত্রদল কোনটির শীর্ষ নেতাই ছাত্র নন। তাদের ছাত্র জীবনের বয়স ও পেরিয়ে গেছে।' আমি মনে মনে ভাবলাম আসলেই নামে মাছরাঙ্গা হলেই মাছ হওয়া যায় না।
©somewhere in net ltd.