![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
- ছোট বেলায় একবার বায়স্কোপ দেখেছিলাম মেলাতে। একগাদা মৌসুমি, শাবনূর আর সালমান শাহের পোস্টার দিয়ে বানানো। একটা লোক চরকির মত একটা হ্যান্ডেল ঘোরাচ্ছিলেন আর সুর করে, করে পুথি পাঠ করার মত কি যেন বলছিলেন। সেই বাচ্চা বয়সেই মন্তব্য ছিল 'পুরাই লস গেল টাকাটা! এত মেকি হলে হয়! পোস্টার কাইটা ঘুরাইলেই কি মুভি হয়?' বিষয়টা মেকি লেগেছিল দেখেই বলেছিলাম।
কিন্তু এই বয়সে এসেও এমন অনেক মেকি জিনিষ দেখি যা শুধু হজম করতে হয়। নিজের ভেতর হাজারও ঝামেলা রেখে ভাবি অন্য কারও মাঝে কোন প্যাঁচ থাকবে না। নিজে নিজে জটিল বুদ্ধি এঁটে আমরা অপরকে বোকা ভাবি। নিজে কিছু করি আর না করি, আশা করি অন্য মানুষটি আমার জন্য সেই কাজটিই করবে। আমি কয়েকদিন আগে এক নির্বাচনপ্রার্থীকে দেখেছিলাম, তিনি বলছিলেন আমি জানি আপনারা সবাই আমাকে ভোট দেবেন। কি অদ্ভুত! যাকে এর আগে কেউ কখনও দেখেই নাই সে বলে আমি জানি আপনার আমাকে ভোট দেবেন! মেকি কাজকর্ম আমাদের সবার আশে-পাশে সব সময়ই হয়ে চলেছে। মেকি কান্না, মেকি কেয়ার, মেকি অনুভূতি, মেকি ভালোবাসা, মেকি ভাল মানুষ সাজার চেষ্টা। এখন মনে হয়, সেই বায়স্কোপটাই বরং কম মেকি ছিল।
©somewhere in net ltd.