![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
ছেলেমানুষি করে আমার জীবনের অনেক বড় অংশ কেটেছে। সময়ের হিসেব না করেই কেটেছে অনেকটা বয়স। আমি এখনও গুছিয়ে কথা বলতে পারি না। কিন্তু জীবনে কিছু মানুষকে কিছু কথা বলার দরকার ছিল। কারন এখন বলা'র চেষ্টা করলেও বলা'র উপায় নাই। এর মধ্যে বাবা একজন।
বাবা'র সাথে আমার ভাল কোন ছবি নেই। কখনও ভাবিনি প্রয়োজন হবে। বাবা'কে কখনও বলিনি ভালবাসি, কখনও ভাবিনি বলার সময় পাব না। বাবা'কে নিজে থেকে কখনও কিছু কিনে দিতে পারিনি, তাখনও ভাবিনি সময় পাব না।
নিজের কথা'গুলো বলতে পারিনি দেখেই কষ্টটা বেশি লাগে। সামনে ও হয়তও এরকম অনেকবারই হবে। সময় যাবে, খারাপ লাগাগুলো থেকে যাবে। তবুও ভাবি যাদের বোঝার তারা বুঝে নেবে। যাদের ভাববার দরকার নেই তারা কখনও চিন্তাও করবে না।
©somewhere in net ltd.