নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই ভিজ্যুয়ালাইজ রিয়্যালিটি!

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

ভিজ্যুয়ালাইজার

- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।

ভিজ্যুয়ালাইজার › বিস্তারিত পোস্টঃ

What goes, comes around

২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:০৩

প্রিয় 'মাল' চাচা,



আশা করি ভাল আছেন।



পর সমাচার এই যে আমি নিশ্চিত যে আপনার জানা আছে, what goes, comes around বলে একটা কথা আছে। যিনি ডায়লগটি আবিস্কার করেছিলেন না জানি তিনি মানুষের দ্বারা কতই ভোগান্তির শিকার হয়েছিলেন। Backstabber কেউই পছন্দ করে নাহ।



আজকে 'বাংলাদেশ প্রতিদিন' পেপারে দারুন একটা প্রতিবেদন দিয়েছে 'বিশ্বাস-ঘাতকদের করুন পরিণতি নামে', জানতে পারলাম যে নবাব সিরাজউদ্দৌলা'র সাথে যারা বিশ্বাস ঘাতকতা করেছিলেন তাদের প্রায় সাবার'ই পরবরতিতে হয়েছিল করুণ মৃত্যু। লর্ড ক্লাইভ করেছিলেন আত্মহত্যা, প্রচণ্ড দারিদ্রতায় মৃত্যু হয়েছিল মীর কাশেমের, বজ্রপাতে মারা যায় মীর মিরন, কপালে কবর জোটেনি ঘষেটি বেগমের, শিরশ্ছেদের শিকার হয় জগৎ শেঠ, পাগল অবস্থায় মারা যায় উমিচাঁদ আর মীর জাফর! সে তো এখনও সবার মুখে গালি হয়ে শোভা পায়!



যে কারনে এত লেখা, তা হল গ্রামীন ব্যাংক এবং ডঃ মুহাম্মদ ইউনুস। আমি জানি না তিনি ভাল না খারাপ কাজ করেন, তবে তার উদ্ভাবনী শক্তি অসাধারণ। সবাই যদি তাকে সুদখোর বলে তবে তা ই হোক, কিন্তু চুরি তো আর করছেন নাহ। রাজনীতিবিদ বললে বলুক, তিনি এত সম্মান কামিয়েছেন দেশের জন্য তো দেশ নিয়ে তার মাথা ব্যাথা থাকতেই পারে। দয়া করে আমাকে ভুল বুঝবেন নাহ কিন্তু একজন মানুষের তৈরি করা প্রতিষ্ঠান নিয়ে আপনি নিশ্চয়ই কোন সিদ্ধান্ততে আসতে পারেন নাহ তার অনুমতি ছাড়া? মনে রাখবেন Backstabber দের পরিণতি কিন্তু কখনওই ভাল ছিল নাহ।



আমার কথায় আঘাত পেলে,আমাকে নাদান ভেবে ক্ষমা করবেন।



ইতি,

আপনার ভাতিজা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.