![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
আমার বাসা'র এক বিল্ডিং পরেই মসজিদ।কাল অনেক বৃষ্টি হওয়ায় রাস্তায় পানি জমেছিল। আমিও নিয়ম মাফিক রিক্সার জন্য অপেক্ষায় ছিলাম। কিছু সময়ের মাঝে পেয়েও গেলাম একটা রিক্সা। একটু বয়েসি চাচা গোছের একজন মানুষ, তিনি আমাকে মসজিদের সামনে নামিয়ে দিলেন কিন্তু আশ্চর্যের বিষয় এত সাধা'র পরেও উনি ভাড়া নিলেন না! আমি পুরাই স্তম্ভিত ছিলাম। এই এলাকায় আমি ৮ বছর ধরে থাকি, পানি এর আগেও অনেক জমেছিল, রিক্সা'য় এর আগেও বহুবার পার হয়েছি, কিন্তু এরকম ঘটনা এর আগে কখনই ঘটেনি। এরকম মানুষের জন্য দোয়া মন থেকে অটোমেটিক আসে।
আমাদের সবার সামর্থের মাঝে থাকা ছোট ছোট জনহিতকর কাজ যদি আমরা সবাই প্রতিদিন করতে পারতাম! তাইলে আর আজকে দেশ যায়! দেশ যায়! বলে চিৎকার করতে হইত না!
©somewhere in net ltd.