![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
হটাত একদিন গাড়িতে আমার এক বড় ভাই বলে বসল, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় সিধান্তগুলো আমি নিয়েছি বাথরুমে। আমি ভাইরে বললাম, ভাই নস্টালজিক বানাইয়া দিলেন। আমারও তো একই ঘটনা! আমার জীবনের তামাম সিধান্ত বাথরুমে বসেই নেয়া। শুধু তাই না, জীবনে যতগুলা ইন্টারভিউ দিছি, তার সবগুলার ৪/৫টা ট্রায়াল ভার্সন মিনিমাম বাথরুমে নিজে নিজেই দিছি!! আর কুটি কুটি টাকার বিজনেস প্ল্যান তো আছেই। যেমনঃ 'আশিকের গরম ভাত ও গরুর মাংসের দোকান' (আমার ছোট বেলার ড্রিম বিজনেস প্ল্যান):p
কথাটা শুনতে অদ্ভুত হইলেও, সত্য। আসলে সেইখানের সময়ের মত এত একান্ত সময় আর কোথাও নাই! মাঝে মাঝে আম্মা বলে, তুমি কি বেহেশতে চলে যাও নাকি বাথরুমে ঢুকলে? আসলে আমি কেমনে বুঝাই যে বাথরুমে গেলে পেটে ছাড়া মাথাও অনেক কিছু নিয়া ঢুকা যায়।
ইদানিং, যে কোন ইন্টারভিউতে গিয়াই আমি কমফোরট জোন ক্রিয়েটের জন্য প্লেসটাকে আমার বাথরুম ভাবার চেষ্টা করি। কিন্তু আপসুস! বাবার বাথরুম দখল করার পর থেকে ব্যাটে বলে আর মিলতেছে না! চিন্তা-ভাবনায় গুলাইয়া যাইতেছি।
©somewhere in net ltd.