নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই ভিজ্যুয়ালাইজ রিয়্যালিটি!

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

ভিজ্যুয়ালাইজার

- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।

ভিজ্যুয়ালাইজার › বিস্তারিত পোস্টঃ

তিনি আসবেন, তাই 'বালাম পিচকারি'!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২

আমি গভীর দেশপ্রেমিক নই। দেশের বড় বড় ইস্যু আমার মাথার উপর দিয়া যায়। আমি ছোট আকারে দেশের একজন নাগরিক। ইনকাম ট্যাক্স দেই, হোল্ডিং ট্যাক্স দেই, যত রকম সরকারি পাওনা আছে নিয়মিত দেই, সরকারি কর্মকর্তারা ঘুষ চাইলে 'ভাই কাজটা কি ঠিক হইল?' বইলা তা ও দেই, সাদকা দেই, ফিতরা দেই, কেউ বিপদে পড়লে সাহায্য করার চেষ্টা করি। কিন্তু বড় মাপের দেশের ইস্যু আমি আসলে গভীর মনযোগ দিয়া বোঝার চেষ্টা করি কিন্তু বুঝতে পারি না। কেউ যদি বলে দেখছেন কি হইল? কেয়ারটেকার ছাড়াও বিএনপি জিতবে, আমি তখন শুনে বলি 'ও, তাই নাকি। বিষয়টা জানা ছিল না' - এই টাইপের আর কি।



তাই সবার স্ট্যাটাস-এ ফেলানি বিষয়ক লেখা দেখেও আমি আসলে বুঝতে পারছিলাম না, আমার কি করা উচিৎ। কিন্তু ঠিক এমন সময়ই শুনতে পেলাম তুমুল সাউনডে 'বালাম পিচকারি যো তুনে মুজে মারি' শীর্ষক ব্যাপক বিনোদনধর্মী একটা গান বাজছে। আমি বরাবরই সুন্দর গানের কদর করি। তা যে ভাষাতেই হোক না কেন। আমি আম্মাকে বললাম, 'আম্মা, এলাকায় যেন কার বিয়া লাগছে।' আম্মা'র উত্তর, 'বিয়া না, শেখ হাসিনা আসবে তো তাই আওয়মি লিগ অফিসে বাজাইতেছে।'



শুইনা আমি আসলেই সাকা চৌধুরী হইয়া গেলাম। তার আসার সাথে এইসব গানের কি সম্পর্ক? বুঝতে পারলাম না কে 'লাট্টু পাড়ওসান' আর কে তার 'ভাবি'? ফেলানি কিডা আর প্রধানমন্ত্রী কিডা?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.