![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; আমি প্রতিদিনই ঘুমের মাঝে স্বপ্ন দেখি কিন্তু ঘুম ভাঙ্গার পর আর মনে থাকে না। গতকাল রাতে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা ছিল এরকম যে আমি বাং লাদেশের একজন মন্ত্রী হয়েছি! ঃপি
সচিবালয়ের অফিসে ঢুকেই মনে হল, এই যে মানুষজন বলে বাংলাদেশের মন্ত্রী এমপিরা কাজ কাম করে না এই দুখখ এবার ঘুচাইতে হবে। কাজ কইরা ফাটায়া ফেলতাম। যেই কথা সেই কাজ। সবাইরে কইলাম, আসেন ভাই আমরা দেশ ও দশের জন্য কলিজা দিয়া ঝাপায়া পড়ি। ফোনে বললাম, ফেসবুকে বললাম, চিঠি দিয়া বললাম, পোস্টার/ব্যানার লাগাইলাম। পুরা তোলপার অবস্থা! দিন শেষে দেখি, নাহ! বিফলে যায় নাই। কিছু মানুষ কাজ কইরা ফাটায়া ফেলছে। কিছু মানুষ ফাটায়া না ফেলতে পারলেও মেলা কাজ করছে। আর কিছু মানুষ কোন কাজ না কইরা ভাবছে, দ্যাশ তো শ্যাষ। আমি অনেক চিন্তা ভাবনা শেষে ভাবলাম, নাহ! সবাই মিলে কাজ না করলে মানুষ এরপরেও গালি দিবে। যেই ভাবা সেই কাজ, প্রেস কনফারেন্স ডাকলাম। যারা কাজ করে তাদের কথা বললাম। যারা কাজ করে নাই তাদের কথাও বললাম। ভবিষ্যতে তারা দেশের কাজে যেন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে তার আহবান জানালাম।
আহ! ভাবলাম দেশ এগিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই ফোন! প্রধানমন্ত্রীর। তিনি কইলেন, ভাই আপনার মাঝের আঙ্গুলটা সাবধানে রাইখেন। আর সাথে রাইখেন একটা পারফিউম। আপনি কিন্তু ম্যানহল থেকে উঠানো কাল পদার্থতে পাড়া দিছেন! কথাটা তখন বুঝি নাই। তার কিছুখন পর দেখলাম, যাদেরকে ইম্প্রুভমেন্টের জন্য বলছি 'কাজ করেন নাই' তারাও প্রেস কনফারেন্স, মিটিং-মিছিল কইরা একাকার। এরপরের কথা ঠিক মনে নাই। তার কিছুক্ষণ পর দেখলাম আমি ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিতরে ঢুকতেছি।
স্বপ্নটা ভাইঙ্গা গেল। দুঃস্বপ্নের রেশটা থেকে গেল। বুঝলাম, দেশের নাকটা কেন সব সময় সোজা থাকে না। দ্যাশ টা কেন শ্যাষ!!!
©somewhere in net ltd.