![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; বন্ধু কি কাজের?
ফেসবুক কি কাজের?
এই কথা'র উত্তর আসলে এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে বন্ধু মানে, আমি যেখানে নিজে একলা কিছু করতে পারব না সেখানে আমার পাশে দাঁড়ানোর একজন মানুষ। সেটা পরিক্ষার হলও হতে পারে আবার সিনেমা'র হল ও হতে পারে। আর ফেসবুক? এইটা তো এমন এক জায়গা যেখান এক ডাকে সবার কাছে পৌছা যায়।
খন্দকার ফয়সাল আরেফিন। আমার ভাল বন্ধু, সহপাঠী, কলিগ আরও অনেক কিছু। ফয়সালের মা খুব অসুস্থ। তার এখন প্রয়োজন কিডনি ট্র্যান্সফার করা। কিন্তু যে পরিমান টাকা দরকার, ফয়সালের পক্ষে তা এরেঞ্জ সম্ভব না। দশ লক্ষ টাকা! কিন্তু আমরা যদি অনেকে সহযোগিতা করি তাহলে সম্ভব।
এবার না হয় মুভি দেখতে যাওয়ার চেক ইন একটা কম ই দেই। কম খাই একবার কেএফসিতে। ইন্টারনেটের রিচারজ কম করি এক মাস। বিশ্বাস করেন, আমি যখন আবার স্ট্যাটাস দিব যে ফয়সালের মা আল্লাহ্র রহমতে সুস্থ, তখন আপনার যে পরিমানে আনন্দ লাগবে তা এবার মুভি দেখে, ট্রিট দিয়ে লাগবে না। তো এবার আসেন না সবাই একবার হেল্প করি। একের পিছনে একটা শূন্য বা দুইটা শূন্য বা তিনটা শূন্য যোগ করি। একজন, দুইজন এভাবে আস্তে আস্তে অনেক হয়ে যাবে। টাকার জন্য চিকিৎসা হবে না! এটা হতে দেয়া যায় না।
ফয়সালের ব্যাংক ডিটেইলসঃ খন্দকার ফয়সাল আরেফিন, এ/
সি নংঃ ০০৫৬ ০৩১০০০২২৩৮, ট্রাস্ট ব্যাংক, বনানী ব্রাঞ্চ। কন্টাক্ট নাম্বার এবং একই সাথে বিকাশের নাম্বার হলঃ ০১৭১১৭০৩৩২৮।
লাভ কি হবে? অনেক রেসপন্স পাব? জানি না। মনে হইল কিছু একটা করি। আর কিছু না পারি খানেকক্ষন চিল্লাই, যদি কারও কানে আওয়াজ পৌছায়।
©somewhere in net ltd.