![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; মদন চেয়ারম্যান (নাম টা রুপক কিন্তু ঘটনা সত্য) যখন বৃক্ষ রোপণ কর্মসূচি চলে, তখন জেলা প্রশাসকের কাছ থেকে গাছ বুঝে নিতে গিয়েছিলেন। গুনে গুনে সব চারা গাছ তিনি ভ্যানে ওঠালেন। হাতে গুনলেন, পায়ে গুনলেন। বারবার গুনলেন। নাহ এলাকার জন্য এবার কিছু করতেই হবে, তা ভেবেই তিনি খুব সতর্ক। পাঁচ চল্লিশটা গাছ আছে। মনে মনে ভাবলেন, জেলা প্রশাসক অন্য পার্টির সাপোর্টার। তিনি যেন তাকে কোন ভাবেই ঠকাতে না পারেন, তার জন্য তাকে চোখ কান খোলা রেখে চলতে হবে। অতঃপর জেলা প্রশাসক তাকে জিগ্যেস করলেন,
জেলা প্রশাসকঃ কি মদন সাহেব, পয়তাল্লিশটা গাছ কি বুঝে পেয়েছেন?
মদন সাহেবের যুগান্তকারী উত্তরঃ পয়তাল্লিশটা নিব কেন? পয়তাল্লিশটা দিবেন কেন? আমি গুনে রেখে এসেছি। গুনে গুনে পাঁচ চল্লিশটা গাছই আমি নিব!!!!
ইহা একটি সত্য ঘটনা। আমি ঘটনা প্রতক্ষকারীর কাছ থেকে শুনেছি। এই যদি হয় বাংলাদেশের রাজনৈতিক নেতাদের অবস্থা তাহলে দেশের অবস্থা করুন হওয়া স্বাভাবিক।
অতিরিক্ত জেতার আশায় তারা যদি নিজেরা রসিকতায় পরিনত হয়ে যান, তখন পাবলিকের মজা নেয়ার অবস্থায়ও থাকে না। কারন আপনাকে পছন্দ করে ভোট টা তো পাবলিকই দিয়েছে। নিজের পছন্দের উপর তো আর মজা নেয়া যায় না!!!
©somewhere in net ltd.