নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই ভিজ্যুয়ালাইজ রিয়্যালিটি!

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

ভিজ্যুয়ালাইজার

- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।

ভিজ্যুয়ালাইজার › বিস্তারিত পোস্টঃ

আউলা বড়বেলা

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৪

; ছুটুবেলায় আমি কেবল চাইতাম বড় হইতে। আব্বু, আম্মুর মত বড়। তার প্রধান কারন ছিল, আমি তাদের কখনও পড়তে বসতে দেখতাম না! এ ছাড়াও আরেকটা কারন ছিল, যখন তখন বাসার বাইরে যাওয়া। আমাদের বাসায় মাগরিবের নামাজের পর বাইরে বের হওয়া ছিল নিষেধ। দোকানে যাইতে হইলেও আব্বু যাইত। কুনুদিন যদি চান্স পাইতাম, আর আব্বু আনুমতি দিত! তাইলে তো কেল্লাফতে!! কিন্তু বাইরে বের হয়ে কি করব, তার কোন দিক-দিশা পাইতাম না। শেষটায় রাস্তায় কতক্ষণ দৌড়া-দৌড়ী করে বাসায় ফিরতাম।



বড় হওয়াটা বিরাট লস! এখন আমারে বাসার নিচে নামতে বললে, ১০ বার অজুহাত দেই। ২০ বার বলি, আম্মা আর ১০ মিনিট এখনই যাইতেছি। বিরাট আলসেমি লাগে। বাসার মধ্যে আড়মোড়া ভাঙতে খুবই ভাল লাগে। সব কিছু উল্টা-পাল্টা লাইগা যাইতেছে। এইটা কি সময়ের দোষ না আমার বুঝতেছি না। কারন আমার আম্মা আগে দাবি করত যে, সে সব রান্না পারে। ইদানিং আমারে নীলক্ষেত থেকে একটা রান্নার বই কিনে আনতে বলতেছে। সব কিছু আউলা লাগতেছে!



দিন দিন মজা লস গ্রুপের নতুন অ্যাডমিন হয়্যা যাইতেছি!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.