নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই ভিজ্যুয়ালাইজ রিয়্যালিটি!

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

ভিজ্যুয়ালাইজার

- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।

ভিজ্যুয়ালাইজার › বিস্তারিত পোস্টঃ

'মিথ্যামেভ জয়তু'!

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৬

; ইহা একটি হরতালের আওতামুক্ত স্ট্যাটাস!



এই লম্বা হরতালের মাঝে তিন ব্যাক্তি একটি রিয়্যালিটি শো তে উপস্থিত। রিয়্যালিটি শো'র নাম 'মিথ্যামেভ জয়তু', তিনজনের মাঝে একজন সরকারি দলের। একজন বিরোধী দলের আরেকজন আম-আদমি। রিয়্যালিটি শো'র নিয়ম হল অংশগ্রহণকারীদের কেবল মিথ্যা কথা বলতে হবে আর 'লাই ডিটেক্টরের' মাধ্যমে তাদের পয়েন্ট দেয়া হবে।



বিরোধী দলের ব্যাক্তিঃ আমরা শান্তিপূর্ণ হরতাল পালন করেছি। জনগণ রাস্তায় নেমে এই সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছে। কোথাও কোন পিকেটিং হয়নি।



বোর্ডে তার পয়েন্ট দেখা গেল ১০০ তে ৯০!



সরকারি দলের ব্যাক্তিঃ সরকার এই হরতাল পুরোদমে মোকাবেলা করছে। রাস্তা-ঘাটে প্রচুর যানবাহন চলছে। অফিস, ব্যবসা, স্কুল প্রতিষ্ঠান সকল কিছুই ছিল খোলা। আমরা জন-নিরাপত্তা বিধান করতে পেরেছি। বিরোধী দলের হরতালকে জনগন প্রত্যাখ্যান করেছে।



বোর্ডে তার পয়েন্ট দেখা গেল ১০০ তে ৯৫!



আম-আদমিঃ হরতাল তো অনেক দূরের বিষয় মশায়! হরতালের আগের দিনেই তো চান রাত! আমি অফিস থেকে বাসায় আসার পথে, উত্তরা থেকে খুব সহজেই একটা বাস পেয়ে তার সিটে বসে বাসায় আসলাম!



সেই থেকে বোর্ডটা ঢেঁকি হয়ে গেল এবং ঢেঁকি'র ন্যায় পয়েন্ট দিতে দিতে স্বর্গে চলে গেল! অ্যান্ড উই আর স্টিল কাউনটিং!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.