![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; বেশি রাত করে ঘুমাতে যাব না ভেবে, মুভি বাদ দিয়ে হার্ডডিস্কে জমে থাকা একটা বাংলা নাটক দেখা শুরু করলাম। খুব ই টিপিক্যাল কাহিনি। নায়ক-নায়িকা প্রেমে একদম লাইল-মজনু। একজন আরেক জনকে বলে, 'আই লাভ ইউ হানি' আর নায়িকা উত্তর দেয়,'লাভ ইউ টু বানি' তাদের এই বালুবাসা দেইখা আমি বলি 'ভেরি ফানি, ভেরি ফানি'
খুবই কমন একটা কাহিনি'র নাটক। নায়িকা অসুস্থ থাকে। তাই নায়কের সাথে ব্রেক আপ করে। পরে নায়িকার একটা লিখে রেখে যাওয়া চিঠি দিয়ে নায়ক জানতে পারে যে, নায়িকা আসলে চিট করেনি। এই টাইপের একটা নাটক আর কি। কিন্তু শেষের দিকে'র একটা ডায়লগ শুনে তো আমার পুরা নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। পুরাই ইমোশনাল কইরা দিল। এমনিতে মুভি দেইখা আমার কান্নাকাটির অভ্যাস আছে, আর এখন যদি নাটক দেইখা ইমোশনাল হইয়্যা যাই , তাইলে তো সমস্যা। কিন্তু কিছু কিছু ব্যাপার থাকে, খুবই টাচি।
যাউক গা, নাটকের নাম 'স্পর্শের বাইরে তুমি' যে ডায়লগ ভাল লাগছে-
নায়িকাঃ I will love you till I die and I will love you after my death. I will love you through my memories. আমি জানি তুমি আমাকে ছাড়া থাকতে পারবেনা। তুমি চিন্তা কোর না। আমি সব সময় তোমার পাশে আছি, সব সময়, সব স্মৃতিতে, সব ছোঁয়ায়। শুধুমাত্র থাকব স্পর্শের বাইরে।
অবশ্য কথাগুলো খুবই সাধারন। কিন্তু এত্ত আবেগ ছিল যে আবেগে কাইন্দালচি। তার উপর ব্যাকগ্রাউনডে ছিল এলিটা করিমের গান! উফফ! আমি অবশ্য এমনিতেই অপর্ণা ঘোষ কে খুব পছন্দ করি।
©somewhere in net ltd.