![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; প্রথমেই ধন্যবাদ জানাতে হয় যারা আজকের এই মহান হরতাল আহ্বান করেছেন। শুধুমাত্র আপনাদের জন্যই আমি ছেলেবেলার কিছু স্বাদ ফিরে পেয়েছি।
ছোটবেলায় আমার ছোট চাচা আমাকে তার পায়ের দুই পাতার উপর আমার দুই পা দিয়ে দাড়াতে বলতেন । তারপর সারা ঘরময় হেঁটে বেড়াতেন। সেটা ছিল খুবই আনন্দময় এক ভ্রমন। কোন এক সময় বড় হয়ে গিয়েছি, আমার ছোট চাচাও আর বাংলাদেশে থাকেন না। কিন্তু ছোটবেলার সেই হেঁটে বেড়ানোর কথা এখনো মনে আছে।
আজকে বাইরে বেড়িয়েছিলাম। সন্ধ্যার পরে বাসার ফেরার পথে দেখি অনেক মানুষ রাস্তায় দাঁড়ানো কিন্তু ট্রান্সপোর্ট কিছুই নাই। এই সময় আসল একটা বাস। মানুষ তো উসাইন বোলটের দৌড় দিল, আর বাসে উঠেই যে যেমনে পারে জায়গা দখল করতে লাগল। আমি এক কোনায় দাঁড়ালাম। ভিড় এতই বেশি, যে চাপতে চাপতে এক লোক ঠিক আমার পায়ের উপর উঠে দাঁড়াল। আমি তো নাক মুখ কুঁচকে ব্যাথায় অস্থির। লোকটা তখনও বুঝে নাই। আমি বললাম, 'ভাইজান, পায়ের উপর দাড়াইছেন ঠিক আছে কিন্তু আপনার ওজন তো বেশি' তিনি সরি বলে সরে গেলেন। কিন্তু ছোট বেলার সেই স্মৃতি মনে করে আমি নস্টালজিক হয়ে গেলাম!
শুধু তাই না, হরতাল আমাকে আরও অনেক কিছু শিখিয়েছে। আমি শিখেছি যে, প্রানের মায়ায় কেমনে চিল্লাইতে হয়। সকালে বের হওয়ার সময় মহাখালি বাসস্ট্যান্ডে তিনটা ককটেল ফোটে। আমি যেই রাস্তাতে ছিলাম তার ঠিক উল্টা পাশে। বাসের সবার সাথে আমিও যেমনে ড্রাইভারের উদ্দেশে 'জোরে চালাও, জোরে চালাও' বলে চিৎকার করছি তাতে আর্মি প্যারেডে দিলে ঠিকই কম্যান্ড দেয়ার জন্য প্রেসিডেন্ট মেডেল পাইতাম!! আসলে হরতালে অনেক কিছু শিখার আছে!!
©somewhere in net ltd.