![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; নাটক টা বহুদিন আগের। ঘটনা হল, পুত্রের মাথা চৈত্র-বৈশাখ মাসে কিঞ্চিৎ গরম হয়! পুত্র বিবাহ করতে যাওয়ার পথে কয়েকবার ঘোড়ার গাড়ি থেকে নেমে পুস্কুনিতে ডুব দেয়। একটু পর পর ডুব থেকে উঠে পুত্র জনাব মাথা নেড়ে বলেন, 'আমি বিবাহ করব না, লইজ্জা লাগে।' কিন্তু তাহার বাবা ও নাছোড় বান্দা! ধরে বুঝাইয়া, মাথা'র তালুর চুল কিছুদূর ফেলে ওষুধ লাগাইয়া তাহাকে বিবাহের উদ্দেশে রাজি করায়। ঘটনা এখানে শেষ হলেও পারত, কিন্তু না! ঠিক বিয়ের কিছু মুহূর্তের আগে, পুত্র আবার পলায়ন করে, পাত্রীর খাটের নিচে। এবং ঘটনা সঠিক, 'তিনি বিবাহ করবেন না। লইজ্জা লাগে।'
উপরের কাহিনি হল হুমায়ূন আহমেদের একটা নাটকের। এই নাটক যে তিনি এরশাদ কাকুকে নিয়ে লিখেছিলেন, তা আগে বুঝি নাই! কাকু খানিকক্ষণ কহেন, 'নির্বাচন করব না, লইজ্জা লাগে।' আবার তার মাথা ন্যাড়া করিয়া তাহার গার্জেন যখন বলেন,'ও কিছু না, কার্তিক-অঘ্রায়ন মাসে পুত্রের মাথা কিঞ্চিৎ গরম হয়।' তখন কাকু আবার নির্বাচনে রাজি হন। কিন্তু শেষতক না গিয়া আবার কহেন, ও রে আমার তেতুল কনে? নির্বাচন করব না, লইজ্জা লাগে :পি !!
ও কাকু গাজা'র এখন মণ কত?
২| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৪
সুহৃদ আকবর বলেছেন: গতকাল একটা পোষ্ট দেখলাল, এরশাদ হইল গিয়া সর্বশ্রেষ্ঠ বেহায়া। আমি বলি বেহায়া নম্বর ওয়ান।
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩২
ভিজ্যুয়ালাইজার বলেছেন: জনাব, দুখখিত উক্ত পদবিটি গত নির্বাচনে সাবেক নির্বাচন কমিশনার এম এ আজিজ কে দেয়া হয়ে গিয়েছিল। প্লিজ, থিঙ্ক নিউ :p
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০২
সোহানী বলেছেন: হাহাহাহাহা............................