নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই ভিজ্যুয়ালাইজ রিয়্যালিটি!

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

ভিজ্যুয়ালাইজার

- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।

ভিজ্যুয়ালাইজার › বিস্তারিত পোস্টঃ

রেগে গেলেন, তো হেরে গেলেন!

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২৪

; ঘটনার সূত্রপাত এক বড় ভাইয়ের গল্প থেকে। তিনি খুবই ভাল একজন মানুষ। চেহারা ছবি মাশাআল্লাহ। মাচো ম্যান। বিনম্র, ভদ্র এবং মেধাবী। তিনি হটাত করেই একদিন বললেন, আমার সব সময় রাগ ওঠে না, বছরে একবার ওঠে। রাগ উঠলে যে কি করি! কোন হুঁশ-ই থাকে না! গতকাল রাগে বাসার টিভি ভেঙ্গে ফেললাম!



আমিঃ ভাই ঘটনা কি সত্য?

ভাইঃ হুম।

আমিঃ আপনার বউয়ের কপালে খারাপ-ই আছে ভাই!

ভাইঃ ক্যান?

আমিঃ ভাই আমার ৯৯% ভাল কিন্তু বছরে মাত্র একবার মাথা গরম হয়! কে জানে, হয়ত দেখা যাইত আপনে টিভি-টাই তার দিকে ছুইড়া মারতেন!!



এই রকম রাগ, আরেকজনের ছিল। তিনি বর্তমান ডাক্তার। আগেকার দিনে যখন মোবাইল সেটের নুন্যতম মূল্য ১০/১৫ হাজার টাকা ছিল তখন তিনি কথায়-কথায় রেগে গিয়ে মোবাইল আছড়ে গুড়ি গুড়ি করতেন। আমি যদি কখনও ২-১ টা হ্যানডসেট ক্যাচ ধরে ফেলতাম, তখন তিনি সারজিকাল কোন একটা টুলস দিয়ে হাত কেটে ফালা ফালা করতেন! তা ও যদি রক্ষা করা যেত তবে তিনি দেয়ালে মাথা বাড়ি দিতে দিতে প্রায় অজ্ঞান হয়ে যেতেন!



কি অদ্ভুত আমাদের রাগ! আমরা সবাই জানি যে রাগ করা উচিৎ না তবুও মালটোভা'র মত এমনি এমনি খাই(রাগ করি)! আমি নিজেই তো রাগ করলে চিৎকার চেঁচামেচি করে অস্থির হয়ে যাই। যত দ্রুত রাগ উঠে, তত দ্রুত রাগ নামে। মাঝে মাঝে মনে হয়-



'মানুষ মরে গেলে বেঁচে যায়,

বেঁচে থাকলে মোচড়ায়,

কৃমি থাকলে মোচড়ায় না থাকলে রাগে মোচড়ায়।'

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:০৯

একাকী বাংলাদেশি বলেছেন: হায়রে ভাই আর বইলেননা। এই রাগ করে যে কত মোবাইল ভাঙ্গলাম। এক খান ল্যাপটপও ভাঙ্গছি আর আরেকটারে বাড়ি দিয়া হার্ড-ড্রাইভ ভাঙ্গছিলাম ভাগ্য ভালো রিপ্লেস করতে পারছি। এই জন্য এখন দামি মোবাইল কিনিনা। কম দামি ফকিরা মার্কা মোবাইল ইউস করি। আমারও একই কাহিনী, সহজে রাগ উঠেনা। কিন্তু যথোপযুক্ত কারনে রাগ উঠলে তখন মাথা-টা পাগল হয়ে যায় ।

২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৪

ভিজ্যুয়ালাইজার বলেছেন: ভাই, খেলনা মোবাইল দিয়া ট্রাই কইরা দেখতে পারেন তাতে সাপ ও মরবে আর লাঠিও ভাঙ্গবে না!

২| ২৬ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:৩৮

বনসাই বলেছেন: রাগ :P সেটা আবার কি? রেগে গেলাম তো হেরে গেলাম! হারা পার্টির সাথে নেই।

২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

ভিজ্যুয়ালাইজার বলেছেন: আপনাকেই খুঁজছে বাংলাদেশ ! ভাই আমারে একদিন ট্রেনিং দিয়েন ঃপি

৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৪

মোঃ আনারুল ইসলাম বলেছেন: রেগে গেলেন, তো হেরে গেলেন! একে বারে সহি কথা । সহমত

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১২

ভিজ্যুয়ালাইজার বলেছেন: এইরকম কথা ভাই যুগে যুগে একটা হয়। ধন্যবাদ 'কোয়ান্টাম মেথড' কে। এটা তাদের ই ডায়লগ।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

তামিম ইবনে আমান বলেছেন: রাগী মানুষ আর মাতাল মানুষ সবসময় সত্যি কথা বলে :P

২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৮

ভিজ্যুয়ালাইজার বলেছেন: ভাই, রাগী মানুষ সহি কথা বলে কিনা জানিনা তবে রাগী মানুষের কথা আপনি আমলে নিলেন তো আপনার সম্পর্ক তার সাথে অবশ্যই খারাপ হবে!

৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬

চানাচুর বলেছেন: আমারও খুব রাগ। কারো উপর একবার রেগে গেলে তার সাথে সহজে স্বাভাবিক হতে পারিনা। তবে ভাংচুর করিনি কখনো। তবে একবার চা খাওয়ার সময় রাগ লাগার মতো একটা ব্যাপার ঘটে গেল। প্রায়ই অর্ধেক কাপ চা খেয়েছি এমন সময়ে আরকি! ঐবার আমি শুধু কাপ থেকে চা ফেলে দিয়েছিলাম /:) :|

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৪

ভিজ্যুয়ালাইজার বলেছেন: ভাই কাগজ ছিঁড়ে দেখতে পারেন। আমি অবশ্য একটু খারাপ কাজ করি(!) আমার এক বন্ধু আছে। বেচারা ভাল মানুষ। আমার রাগ উঠলে ওরে ফোন করে গালি দেই। একটু পর আবার ফোন করে সরি বলি। রাগ ঠাণ্ডা হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.