![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; গতকাল রাতে বিষম বুকে ব্যাথা ছিল। উহার কারন এখনও উদ্ঘাটন হয় নাই। সন্ধ্যার সময় একটা 'তেঁতুল' চকলেট খাবার পর থেকেই তীব্র ব্যাথা। মনে হইতেছিল, কেউ একজন হৃৎপিণ্ডটা লইয়া খামচা খামচি করতেছে।
কিন্তু আম্মাকে বলা মাত্র তিনি 'প্যারাসিটামল দুই বেলা' টাইপের সল্যুশন দিলেন। তিনি কহিলেন, ধুম্রপানের জন্যই এইরূপ দশা! যতদিন ওই কুপথ থেকে ফেরা নাই ততদিন এর কোন হাল নাই। তার কথা শুইনা আমিতো ব্যাপক ইমোশনাল হইয়া গেলাম। কুনমতে রাতে দিলাম ঘুম।
সকালে উঠে দেখি বুকে ব্যাথা কম। ভাবলাম যাউকগা আম্মারে বলতে হবে যে বিষয়টা আসলে, অম্লতা জনিত ছিল, ধোঁয়া নয়। বেসিনের সামনে দাঁড়াইয়া আয়নায় দেখি আমার সামনের একটা চুল সাদা!! দৌড়াইয়া আসিয়া আম্মাকে বলিলাম, 'আম্মা ছুটু বয়সে চুল সাদা? সকল দোষ ওই ফরমালিন চুরার।' আম্মা নিবিড় ভাবে আমার মাথা থেকে বস্তুটা টানিয়া বের করে বললেন, 'এটা তোয়ালের একটা সুতা ছিল,চুলের সাথে প্যাচ খেয়ে লেগে ছিল। ধূমপান করতে করতে তোমার মাথার বুদ্ধিও দেখি গ্যাছে গা।'
সাত সকালে এইরূপ আহাম্মকি দেখে আমি তাজ্জব! এ জীবন আমি আর রাখপও না!
৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৮
ভিজ্যুয়ালাইজার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭
চানাচুর বলেছেন: মজার!