![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; দেশে এখন মুক্তিযুদ্ধের পরিবেশ চলছে। রাস্তায় বের হলেই ভয়ে মাটিতে মিশে যেতে ইচ্ছে করে। বাসে চড়লে ভয়, রাস্তায় হাঁটলে ভয়। কই যাব? বাসে জানালার পাশের সিটে বসে, জানালা আটকে রাখি ভয়ে। কে জানে? কেউ আবার ককটেল, পেট্রোল বোমা মারে কিনা? একসাথে ৪-৫ জন বাসের দিকে দৌড়ে আসতে থাকলে, বাসের ভেতরে চিৎকার শুরু হয়ে যায়, 'ওই ড্রাইভার, বাস চালাও, ভাঙতে আসতেছে।' সন্ধ্যার পর রাস্তা ফাঁকা হয়ে যায়। বাসায় ফেরার জন্য মানুষের দৌড়-ঝাঁপ দেখলে আমার ভয় লাগে।
আমার ভয় লাগে এখন চলতে। মুক্তিযুদ্ধের সময় শত্রুরা ছিল খাকি পোশাকে। কিন্তু এখনকার শত্রু'র কোন পোশাক নাই। আমাদের মতই দেখতে মানুষগুলো, আমাদেরই প্রাণ কেড়ে নেয়!
আমার ভয় লাগে যখন দেখি, একজন দাড়িওয়ালা পরহেজগার মানুষ পুলিশের হাতে হেস্তনেস্ত হওয়ার ভয়ে দাড়ি কেটে ফেলে, খুলে ফেলে টুপি। দেখে মনে হয়, মুক্তিযুদ্ধের সময় চলছে। তখনকার দিনে, হিন্দু ধর্মালম্বি মানুষ শুনেছি বাঁচার জন্য বোরখা পড়ত, টুপি পড়ত। ঠিক একই রকম পরিবেশ মনে হচ্ছে ।
আমার ভয় লাগে, যখন ভাবি এই হয়ত উড়ে এসে পড়ল পেট্রোল বোমা। আর হয়ত বাসায় যেতে পারব না। মায়ের স্বপ্ন আর হয়ত পূরণ হবে না! ভয়ে কাপতে থাকি। জোরে জোরে দোয়া পড়া শুরু হয়ে যায়।
কিন্তু এখন তো আর মুক্তিযুদ্ধ চলে না। আমি তো স্বাধীন দেশের নাগরিক। তবে আমি কেন ভয় পাব? উত্তর পাই না। আসলে উত্তরটা নেই।
©somewhere in net ltd.