![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; একজন প্রকৃত নেতা (লিডার) এর সংজ্ঞা জানতে চেয়েছিলাম একদিন ক্লাসে। শিক্ষক জানিয়েছিলেন, নেতা (লিডার) এমন একজন মানুষ যিনি একটা দর্শন (ভিশন) জনগণের কাছে তুলে ধরবেন এবং নিজে এমনভাবে তা অর্জনের জন্য কাজ করবেন যাতে তার দেখাদেখি সবাই 'কর অথবা মর (ডু অর ডাই)' ভিত্তিতে কাজ করে। ফলাফলে অবশ্যই তারা বিজয় অর্জন করবেই করবে।
এমন একজন লিডারের একটি ঘটনা বলি, তিনি তখন জেলে। জেলে'র কয়েকটি জোন রয়েছে। এক জোনের কয়েদীরা অন্য জোনের কয়েদীয়ের সাথে যোগাযোগ করতে পারত না। তাদের নিজেদের মধ্যে যোগাযোগের রাস্তা ছিল খুবই কম। এই যেমন কেউ বাথরুমের ফ্ল্যাশে প্ল্যাস্টিক দিয়ে মুড়ে কাগজের বার্তা দিয়ে যোগাযোগ করত, আবার কেউ বা খাবারের উচ্ছিষ্টর মাঝে প্ল্যাস্টিক দিয়ে কাগজ মুড়ে দিত। সেই কাগজে আবার লেখা হত তরল দুধ শুকিয়ে! এইরকম এক পরিস্থিতিতে লিডার অনশনের ডাক দেন। এই ভাসা খবরে অন্য সকল জোনের কয়েদীরা সিধান্ত নেয় যে তারাও অনশন করবেন শুধুমাত্র সেই জোনের কয়েদীদের সাথে একাত্মতা জানাতে। আশ্চর্যের বিষয় হল, তারা কিন্তু জানতেন না যে তারা কি নিয়ে অনশন করছে অথবা কবে থেকে অনশন করছে। কিন্তু তারা একাত্মতা জানাতে পরের বেলা থেকেই অনশন শুরু করে। এভাবে দিন যেতে থাকে। কিন্তু তাদের অনশন ভাঙ্গে না। কতৃপক্ষ অনেকভাবে তাদের অনশন ভাঙ্গাতে চেষ্টা করে। তাদেরকে দেয়া হয় নানা ধরনের লোভনীয় খাবার। কিন্তু তারা কেউই অনশন ভাঙ্গে না। তাদের এই অবস্থা দেখে জেলের কর্মচারীরাও তদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য অনশন করা শুরু করে। তখন কতৃপক্ষ লিডারকে কথা বলার জন্য ডাকেন। তিনি তাদের জানান যে জাতিবিদ্বেষ বিরোধী সংগ্রামের একটি অংশ হিসেবে তারা তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য এই সংগ্রাম করছেন। পরের দিন তাদের দাবি মেনে নেয়ার জন্য কতৃপক্ষ প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসেন।
এই মানুষটি ছিলেন 'নেলসন ম্যান্ডেলা' যদিও নেলসন নামটি দেয়া হয় তার স্কুল থেকে। এবং তার কোন ধারনাই নেই যে কেন তাকে নেলসন নামটাই দেয়া হয়। কিন্তু মানুষ নামকে বড় করে, নাম তো আর মানুষ কে বড় করে না! তিনি তার প্রমান ই দিয়ে গেছেন। এইরকম মহান নেতার প্রস্থানে গভীর শ্রদ্ধা জানাই। তার দেখানো অনেক দর্শন, বিশ্ববাসীর কাছে পরবর্তী সময়ের পাথেয় হয়ে থাকবে।
©somewhere in net ltd.