নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই ভিজ্যুয়ালাইজ রিয়্যালিটি!

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

ভিজ্যুয়ালাইজার

- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।

ভিজ্যুয়ালাইজার › বিস্তারিত পোস্টঃ

স্বৈরাচার নিপাত যাক আন্দোলন শুরু!

১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

; আমার বাসার একছত্র অধিপতি আমি। আমি এইখানে স্বৈর-শাসন চালাই। কিন্তু বিরোধী দল হিসেবে আমার আম্মা'র মনে ক্ষোভের সূত্রপাত বহুদিনের। কিন্তু এখন তো আন্দোলন হিসেবে ক্ষোভ তুঙ্গে ওঠা'র দশা! ঘটনা'র সূত্রপাত আমার দুইটা শার্ট হারানো থেকে। কিন্তু বিরোধী দল বুঝতে চায় না, যে আমি শার্ট লন্ড্রিতে দেয়ার পর লন্ড্রিওয়ালা যদি হারাইয়া ফেলে তবে সেখানে সরকার হিসেবে আমার করনীয় কিছু থাকে না।



কিন্তু না! আম্মা বিরোধী দলের নেয় এই ইস্যুটাকে সাথে নিয়ে আরও কয়েকদফা অভিযোগ আমার বিরুদ্ধে আনায়ন করে। তার মাঝে আমাদের বাসা নামক দেশে নষ্ট হয়ে থাকা লাল টেলিফোন কেন ঠিক করা হয় না তা অন্যতম। কিন্তু বিরোধ দল বুঝতে চায় না যে চোর যদি তার চুরি করে বারবার নিয়ে যায়! তাহলে সরকারের কি করার আছে!



এইরকম এক অবস্থায়, আম্মা আজকে আমার বিরুদ্ধে স্বৈরাচার নিপাত যাক আন্দোলন শুরু করে এবং অবিলম্বে ক্ষমতা তত্তাবধায়ক সরকার হিসেবে আমার বোনের হাতে তুলে দিতে বলে! আম্মা ঘোষণা দেয়, স্বৈরাচার শাসকের নেয় দেশের(বাসার) জন্য কোনরূপ কাজ কাম না করে আমি ক্ষণে ক্ষণে খাসির মগজ ভুনা, সিম দিয়া বোয়াল মাছের তরকারি, কোরাল মাছের কাঁচা মরিচের তরকারি খাইতে চাই!! যা সম্পূর্ণরূপে প্রতিহত করা হবে।



কিন্তু আমি বিরোধী দলকে জানাইতে চাই যে আমার বাবা ভোজন রসিক ছিলেন। তার স্বপ্ন ছিল যে আমিও ভোজন রসিক হব। শুধু তাই নয় তিনি সারা জীবন কষ্টই করে গেছেন। কিন্তু আমি তার নেয় ভুল করব ই না। আমার জীবন কাটবে কিঞ্চিৎ আলস্যে।



আর বিরোধী দলের এইরূপ আন্দোলন প্রতিহত করার উপায় আমি জানি। এখন থেকেই বাসায় ল্যাপটপ, কম্পিউটার , লাইট, ফ্যান, এসি সহ সকল বৈদ্যুতিক যন্ত্রের অপব্যবহার করা হবে। এমনিতে আম্মা বিদ্যুৎ বিল দেখে তব্ধা খায়। আমি নিশ্চিত আমার এইরকম আচরণ দেখলে তিনি আন্দোলন বন্ধে বাধ্য হবেন। আমি আরও বলতে চাই, আমি স্বৈরশাসক ছিলাম, আছি এবং বিবাহ করা পর্যন্ত থাকব। এ(ই)নশাল্লাহ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

এন ইউ এমিল বলেছেন: সকালে একটা বিকালে আরেকটা না কইলে আফনে কিসের সৈরাচার ?

১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

ভিজ্যুয়ালাইজার বলেছেন: ভাই, আমি খুব রাগী স্বৈরশাসক! কথা নিয়া কুন চুদুর বুদুর আমি বরদাস্ত করি না। নিজেও করি না। ওইটা আমার দাদার বয়সি এরশাদ দাদুর কাম :)

২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

হাসিব০৭ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

সৈরাচার নিপাত যাক

হাসিনা খালেদা বিদেশ যাক

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

ভিজ্যুয়ালাইজার বলেছেন: তবে বিরোধী দল হিসেবে আমার আম্মা বাসার বাইরে চলে গেলে বিপাকে পড়ব, আর কি :প

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

হাসিব০৭ বলেছেন: =p~ =p~ =p~ =p~ মানে সংসদ ওয়াকআউট ও করতে দিবেন না তাইলে তার মতামত মাইনা নেন সব ঝামেলা চুকে যাবে

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১০

ভিজ্যুয়ালাইজার বলেছেন: মতামত, দাবি সব মানি। শুধু তালগাছটা আমার। মাঝখান দিয়া দুলাভাই তারানকো হিসেবে সমঝোতা করতে আসছিল। আমি দাবি মানছি বলে তিনি খুশি কিন্তু 'হোয়াট ইজ তালগাছটা আমার?' উনি তা ঠিক বুঝতে পারেন নাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.