নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই ভিজ্যুয়ালাইজ রিয়্যালিটি!

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

ভিজ্যুয়ালাইজার

- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।

ভিজ্যুয়ালাইজার › বিস্তারিত পোস্টঃ

বিজয় কি? উঃ পুলাপাইনের নাম।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

; বিজয় মানে কি?

উঃ বিজয় তো আমার দোস্ত । আস্ত একটা দুষ্ট পোলা। আমার সাথে ইন্টার-এ পড়ত।

মানে? আর ইউ ম্যাড?

উঃ একটা ঘটনা বলি, শোন। ডজন খানেক ছেলেপুলে নিয়ে ৩ ঘরের এক বাড়িতে থাকত এক গৃহস্ত পরিবার। বাবা-দাদা'র আমলের রীতি নিতি অনুযায়ী সেই বাড়িতে সব থেকে বড় ঘর যাদের ছিল তারা করত সংসারের বাজার। এক ঘরের বাজার যদি আরেক বাড়ির লোক করে, তাইলে নিশ্চিতভাবেই তাদের মন মত কিছু চলত না। কোন দিন উপোষ থাকত, কোন দিন ঝগড়া মারামারি হইত। শেষ পর্যন্ত তুমুল মারামারি করে বাজারের দায়িত্ত নিল যে ঘরের লোক সেই।



ছোট সেই ঘর। সবাই ভাবল সমস্যা শেষ। সুখে শান্তিতে সবাই থাকব, কিন্তু না! এখন তো আরও সমস্যা। ঘরের পুলাপাইনগুলা একটাও মানুষ না। একজন চুলায় পাতিল দেয় তো আরেকজন পাতিল ছুড়ে ফেলে দেয়। একজনের ভাত খাইতে ইচছা করে তো আরেকজনের ওই দিন রোযা রাখতে মন চায় । না নিজে খায় না আরেকজনরে খাইতে দেয়। বাজারে যাওয়ার আগে প্রতিবার ঝগড়া ঝাটি কইরা ফ্রিজ, টিভি সহ মোটামোটি ঘরের সব জিনিষপত্র ভাঙ্গা ভাঙ্গি শেষ। এর মাঝে ঘরের একজন বলে আগেই তো ভাল ছিলাম অন্য মানুষ বাজার করে দিত! একজন বলে শুধু আমিই সব সময় বাজার করব! আরেকজন বলে আমারে বাজারে না যাইতে দিলে ঘরে আগুন লাগাইয়া শ্যাষ কইরা দিব। নাউ দ্যা কিউরিয়াস মাইন্ড ওয়ানটস টু নোঃ



এই বাজার জিনিষটায় কি এমন মধু আছে? বাজারের টাকা মারার মধু?

নিজেরা শান্তিতে থাকতে চাও বলে মারামারি করে বাজারের দায়িত্ব নিলা। তা এখন নিজেরা মারামারি করে একই সিন করলে তোমাদের এখনকার অবস্থা আর আগের অবস্থার মাঝে তফাত রইল কি?

মারামারিতে হাড়ি উল্টাইল কার? না খাইয়া থাকল কে?



এইখানে বাজারটা হইল ক্ষমতা। ছোট ঘরটা হল আমাদের দেশ। আর ঘরের মধ্যে যে পুলাপাইনগুলায় মারামারি করে সেগুলা হইল আমাদের পলিটিক্যাল পার্টি। আগে পাকিস্তানের হাতে দেশের ক্ষমতা আছিল এখন মুক্তিযুদ্ধ করে আমরা বিজয় অর্জন করেছি। কিন্তু নিজেরা মারামারি করে দেশের ভিতর সব ধ্বংস করলে বিজয় শুধু নিজের পুলাপাইনের নাম রাখাতেই কাজে দিব আর কোন কাজে না !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুক্তিযুদ্ধ করে আমরা বিজয় অর্জন করেছি। কিন্তু নিজেরা মারামারি করে দেশের ভিতর সব ধ্বংস করলে বিজয় শুধু নিজের পুলাপাইনের নাম রাখাতেই কাজে দিব আর কোন কাজে না !

ঐখানেই নিয়াইতো ঠেকাইছে- যারা মুক্তিযুদ্ধরে দলীয় সম্পত্তি বানাইতে চায়!!!!
তাদের চেতনার শ্লোগানে মোহ গ্রস্থদের মোহ কেটে গেছে- সেখানেও দেখা যায় চেতনার আবরণে স্বার্থ আর ক্ষমতার মোহ!!!!!

দেশটার নাম ভাংগে আরেক দেশের স্বার্থ বিশ্বের বুকে আর কেউ দেখছে কিনা গবেষনা করতে পারেন।


সোনার বাংলা মুক্তি পাক লোভী, সুবিধাবাদী আর স্বার্থপরদের থেকে।
বিজয়ের শুভেচ্ছা।।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

ভিজ্যুয়ালাইজার বলেছেন: ভাই আমাদের দেশের পুলাপাইনগুলা মারামারি করলেও আমাদের দেশেরই তো। আসলে ইদানিং সবার কেমন যেন বুঝ বেবস্তা কমে গেছে। আল্লাহ সবাইকে বুঝ দিন।
আর আমাদের ও করার মত অনেক কিছু আছে।

'একটা ভাল প্রতিদিন, দেশের জন্য ভিটামিন'

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.