![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; প্রতিটা মানুষের জীবনে একটা গল্প থাকে। এমন একটা গল্প যেটা সে ভাবে, বলতে চায় কিন্তু বলা হয়ে ওঠে না। এগুলা হল অসমাপ্ত গল্প। অসমাপ্ত গল্পের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে, জীবনের ঘটে যাওয়া ঠিক সেই সময়গুলোকে তখন কিছু মনে হয় না। কিন্তু যখন তা গল্প হয়ে যায় তখন তা মধুর লাগে, সোনালি দিন হয়ে যায়।
ছোট্ট একটা অসমাপ্ত গল্প বলি। গল্পটি একটি 'ঘাড়বাঁকা' মেয়ের। ঘাড় বাঁকা এই অর্থে, সে আজকে পর্যন্ত কোন ছবি, ঘাড় সোজা করে তুলতে পারেনি। পাসপোর্ট সাইজের ছবি তোলার সময়ও তার কিঞ্চিৎ ঘাড় বাঁকা থাকে। অসাধারণ ক্ষমতা আছে তার। ক্ষমতাটি হল মানুষের সাথে মেশার ক্ষমতা। আজকে পর্যন্ত আমি তাকে কখনও হারতে দেখিনি। আমি দেখেছি তার জয়। জীবনের প্রতিটা ক্ষেত্রে বিজিত। অদ্ভুত তার ক্ষমতা, নিজেকে মানিয়ে নেয়ার ক্ষমতা। আমি তাকে থমকে যেতে দেখিনি। আমি তাকে দুর্বল হতে দেখিনি, আমি তাকে পস্তাতে দেখিনি। আমি তাকে দেখিনি অতীত নিয়ে পড়ে থাকতে। আমি তার আচরণে বিন্দুমাত্র পরিবর্তন দেখিনি। আমি দেখিনি তার অহংকার। খুব ছোট ছোট ভাল লাগা থেকে সব বড় বড় ভাল লাগা তার নজর এড়াত না। হাতের নখ কাটা থেকে শুরু করে, প্রথম দেখা হওয়ার দিন তারিখ তার নজর এড়াত না। অসম্ভব ভাল একটা মেয়ের গল্প।
শুধু ছবির ফ্রেম থেকে তার আসেপাশে থাকা মানুষগুলো বদলে যেত। ভাল তো, ভাল না। এমন ভাল মানুষ ক'জন আছে দুনিয়াতে? এমন মানুষ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তার জীবনের হয়ত অনেক গুলো গল্পই অসমাপ্ত, তবুও তার জীবন থমকে নেই।
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২১
বাক স্বাধীনতা বলেছেন: অ।