![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; কি রে, কি করছ?
-উস্তাদ, রাস্তা কাটি।
রাস্তা কাটছ ক্যারে?
-উস্তাদ, অবরোধ করবাম। গাড়ি, ঘুড়া যাইবার দিবাম না।
কাট, কাট ভাল কইরা কাট। বেশি গভীর কইরা কাটছত তো?
-উস্তাদ, কছম লাগে। এমন কইরা কাটছি যে লাফ দিয়া ও যাইতে কষ্ট হইব। গাড়ি তো দূরের কথা।
ভাল, ভাল। বাসায় কে থাকে তোর সাথে?
-উস্তাদ, পরিবার থাকে। আমার পোলা থাকে। আর বুড়া বাপ থাকে।
তো রাস্তা যে কাটলি, কাল যখন অবরোধ শ্যাষ হইব তখন চলবি ফিরবি কেমনে?
-উস্তাদ, সরকার ঠিক করব!
তা তো মেলা ঝামেলার কাম। টেন্ডার হইব। দুর্নীতি হইব। পৌষ যাইব, আষাঢ় আইব তারপর কাম হইব। এর মাঝে হয়ত গেটিস দিয়া চালান লাগব।
-উস্তাদ, এইটা তো ভাবি নাই। মাথায় রক্ত উঠছিল। হালারা নাস্তিক(!)
শুন মুদ্রার এ পিঠ আর ও পিঠ। এক দল শিবির কইয়া মারব। আরেক দল নাস্তিক কইয়া মারব। না তোর উন্নতি হইব না আমার উন্নতি হইব। মাঝখান দিয়া অন্য মানুষের পকেট ভরবো। যেইটুকু আছে রাগের মাথায় যদি তোরা সেইটুকুও নষ্ট করিস(!) তাইলে ক্যামনে চলত?
এত্ত জিরো টলারেন্স ক্যা?
-উস্তাদ, খালি বাড়া ভাতে ছাই দিবাম আর দিবাম। নিজের নাক কাইট্যাঁ হইলেও আরেক জনের যাত্রা ভঙ্গ করবাম(!)
পুনশ্চঃ ঘুম আজকাল বেশি গভীর হইতেছে। তাই জেগে জেগে উদ্ভট চিন্তা করতেছি। ঘুমের মাঝে ভাবার টাইম নাই।
৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৯
ভিজ্যুয়ালাইজার বলেছেন: জনাব, আমি এত্ত প্রশংসা কখনও পাই নাই(!) তাই এর উত্তরে কি বলতে হয় আমি জানিনা। থ্যাঙ্কস। আমি যে আমার কথাগুলি আর কতগুলা মানুষরে বুঝাইতে পারব এইটা আমার ভাবনার উরধে ছিল।
আমি পেরেছি
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫১
বেলা শেষে বলেছেন: ভিজ্যুয়ালাইজার Brother, you are right & perfect, super description- when i was reading your writing-my Feeling was that - I have to cut that road again & again- and never let them repair.......
-উস্তাদ, এইটা তো ভাবি নাই। মাথায় রক্ত উঠছিল। হালারা নাস্তিক(!)
শুন মুদ্রার এ পিঠ আর ও পিঠ। এক দল শিবির কইয়া মারব। আরেক দল নাস্তিক কইয়া মারব। না তোর উন্নতি হইব না আমার উন্নতি হইব। ......Befor I was freedomfighter- then nastik-Rajakar-atlast shibir.......we are many things day by day.......tomuch beautiful style,very sweet....
write more please.Take Salam & respekt from me.