![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; আমি বিভিন্ন জিনিসের নাম রাখতে ভালবাসি। ব্যক্তি, বস্তু, ইউএফও, সব কিছুর নতুন নামকরণ করা আমার শখ । তাতে তার আগের কোন নাম থাকুক আর না থাকুক, আমি নতুন নাম দিবই। অবশ্য এইটা আমার ইচ্ছা'র উপর নির্ভর করে। এ যাবৎ কালে যে সব নাম রেখেছি আমি তার কিছু শেয়ার করিঃ
আমার ভাইয়ের বাইকের নাম, একিলিস।
আমার সাইকেলের নাম, বুলেট।
আমার ল্যাপটপের নাম, অ্যাফ্রোদিতি।
আমার মোবাইলের নাম, সারওয়ার'স ব্লেসিংস।
আমার ভাগ্নের নাম, কুট্টুস।
আমার কম্বলের নাম, টাইগার।
আমার বেড টেবিলের নাম, গুদামহাউজ।
ইত্যাদি, ইত্যাদি। আমার এই গুণ যে এত্ত কাজে আসবে আমি তা ভাবতে পারি নাই(!) সরকার যদি পরিবর্তন হয় তাইলে আমার ধারণা নতুন নতুন নামকরণের জন্য প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা লাগবে। আর আমি বাদে, এই রকম কাজে তারা সিদ্ধহস্ত আর কাউকে খুঁজে পাবে না! গোপালি, গোলাপি, লালি, আসমানি সব চেঞ্জ কইরা ফেলব, ইনশাআল্লাহ। প্লিজ এড মি অ্যাজ এ উপদেষ্টা, এট লিস্ট কমিট টু এড! কোন নাম আর টিকাইয়া রাখব না, বিলিভ মি।
পুনশ্চঃ আমার কোলবালিশের নাম উকলা পুকা। এই ব্যাপার নিয়া কোন বাইচলামি চলত না। তাইলে দল চেঞ্জ করবাম।
©somewhere in net ltd.