নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই ভিজ্যুয়ালাইজ রিয়্যালিটি!

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

ভিজ্যুয়ালাইজার

- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।

ভিজ্যুয়ালাইজার › বিস্তারিত পোস্টঃ

ঘুম মানুষকে মন্ত্রী বানায়!

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৭

; আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তাম। বাবা'র অসুস্থতার জন্য আমার কখনও টানা 'হলে' থাকা হয়ে ওঠেনি। চার বছর 'সম্মান' অর্জনের জন্য প্রায় প্রতিদিনই আমি বাসে করে বিশ্ববিদ্যালয়ে যেতাম এবং আসতাম। আমার এহেন কষ্ট দেখে বাবা বলতেন, 'আর মাত্র কয়েকটা দিন! কষ্ট করলেই কেষ্ট মেলেরে বাবা।'



যদিও আমি এত্তদিনেও কেষ্ট'র সন্ধান পাই নাই তবুও আমার এই দীর্ঘ সময় বাসে যাতায়াতে একটা বিরাট লাভ হয়েছে! লাভ টা হল এই আমি যেখানে সেখানে অবলীলায় ঘুমাইয়া যাইতে পারি। সেইটা বাসের পিছনের সিটে হোক বা কোন বস্তার উপর! আমি সুন্দর মত ঘাড় কাঁত করে, হাঁ করে ঘুমাইয়া যাইতাম। বাস জ্যামে থাকলেও আমার কোন বিকার থাকত না কিংবা প্রচণ্ড গরমে ঘামে ভিজে গেলেও আমার কোন বিকার থাকত না।



আজকে একজন 'বিশিষ্ট' জনাবা'র ঘুম দেইখা আমার সেই ঘুমের ট্রেনিংএর কথা মনে পড়ে গেল। আহারে! বেচারি! কত কষ্টই না জীবনে সে করছে আমার মত! কিন্তু সমস্যা একটাই আমি ঘুমাইলে দেশের কোন ক্ষতি নাই। কারন আমার হাতে দেশের কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব নাই(ট্যাক্স দেয়া ছাড়া।) কিন্তু আপনি ঘুমাইলে তো সমস্যা!



রোম যখন পুড়ছিল তখন নাকি নিরু বাঁশি বাজাচ্ছিল। আমি জানি না এই নিরু টা কেঠা(ইম্পরট্যান্ট পারসন নিশ্চয়) , কিন্তু বাংলাদেশে যখন আগুন লেগেছিল তখন আমাদের দেশের বেশিরভাগ 'নিরু' ঘুমাচ্ছিল ফর শিউর!



পুনশ্চঃ আমার মন্ত্রী হওয়ার সম্ভবনা আছে। আপনারা দোয়া করবেন। :পি

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০২

পাঠক১৯৭১ বলেছেন: জ্বি, বিরাট তত্ব ছেড়েছেন!

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৬

ভিজ্যুয়ালাইজার বলেছেন: জনাব তত্ত্ব নয় একটু রস করেছিলাম আর কি!!!

২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩০

বেলা শেষে বলেছেন: Oh , we will Ministers. May be every bengal. So i will sleep now.

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১

ভিজ্যুয়ালাইজার বলেছেন: ভাই আপনি যে মন্ত্রনালয়তেই যান না কেন, আমারে শিক্ষা মন্ত্রনালয় দিয়েন। পড়াশুনা আর ভাল লাগে না। ২/৪ টা সার্টিফিকেট যদি বানানো যায়। মন্দ কি সে? :পি

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৩

বেলা শেষে বলেছেন: রোম যখন পুড়ছিল তখন নাকি নিরু বাঁশি বাজাচ্ছিল। আমি জানি না এই নিরু টা কেঠা(ইম্পরট্যান্ট পারসন নিশ্চয়) , কিন্তু বাংলাদেশে যখন আগুন লেগেছিল তখন আমাদের দেশের বেশিরভাগ 'নিরু' ঘুমাচ্ছিল ফর শিউর!
very good brother.

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০২

ভিজ্যুয়ালাইজার বলেছেন: ধন্যবাদ জনাব :)

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩১

জামান ইবনে জিয়া বলেছেন: ভাই কত তম ব্যাচ? কোন ডিপার্টমেন্ট? কোন হল?

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৪

ভিজ্যুয়ালাইজার বলেছেন: জনাব, ৩৮তম আবর্তন, ইংরেজি বিভাগ, আ ফ ম কামাল উদ্দিন হল এ অ্যাটাচড ছিলাম। আপনি ও জাহাঙ্গীরনগরে পড়তেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.