নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই ভিজ্যুয়ালাইজ রিয়্যালিটি!

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

ভিজ্যুয়ালাইজার

- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।

ভিজ্যুয়ালাইজার › বিস্তারিত পোস্টঃ

রকেট সার্ভিস!

২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৫

; আমি খুব বেশি জায়গায় ঘুরে বেড়াতে পারিনি। তবে এর মাঝে আমার দাদুবাড়িতে যাওয়ার অভিজ্ঞতা সব থেকে চমৎকার। আমাদের দেশে 'রকেট সার্ভিস' নামে এক ধরনের 'ষ্টীমার সার্ভিস' আছে, যা মূলতঃ ঢাকা থেকে মোড়লগঞ্জ পর্যন্ত চলাচল করে। লঞ্চ আর এই 'ষ্টীমার সার্ভিস' এর মাঝে মূল তফাত হল এটা প্যাডেল বোট টাইপের। এর পাখা দুটো দুই পাশে। এর কেবিন গুলো বেশ সুন্দর। অভিজাত ভাব এবং জমিদারী ঢঙ্গের। প্রথমশ্রেণীর কেবিনগুলোর মাঝে বিরাট এক ডাইনিং টেবিল আছে, যেখানে অনেক মানুষজন মিলে খাওয়া দাওয়ার মজাই আলাদা। প্রথম শ্রেণীর কেবিনগুলো দো'তলায় এবং একদম সম্মুখভাগে। শীতকালে রাতের বেলায় কুয়াশার মাঝে এখানে বসে থাকতে যে কিরকম ভাল লাগে! তা বলে বোঝানোর নয়! আমি একজনকে ফোনে সেই বসে থাকার/ভাল লাগার গল্প বলেছিলাম। একজনের ভাল লাগা যে খুব সহজেই আরেকজনের ভাল লাগাকে স্পর্শ করতে পারে তা সেদিন বুঝেছিলাম। ফোনে কান্নার শব্দ ভেসে আসছিল! মানুষ আসলে অজাগায় এবং অকারণ আবেগপ্রবণ।



যাইহোক আমি যেহেতু ভোজনরসিক মানুষ তাই অবশ্যই খাওয়া-দাওয়ার কথা বলতে চাই। কেবিনগুলোতে যে খাওয়া পরিবেশন করা হয় তা অতি চমৎকার। অবশ্য পানিতে ভ্রমণকালীন পেটে ক্ষুধা'র উদ্রেক ও বেশি হয়! তাদের রান্না করা মুরগির মাংস, সবজি আর ভাত যেন অমৃত! বিকেলের নাস্তা হিসেবে ফিশ কাটলেট আর চা এর কোন তুলনা নেই। সকাল বেলা পাউরুটি আর চিকেন ফ্রাই খেতেও অতুলনীয় লাগে। তবে 'ঝালকাঠি' তে স্টিমার পৌঁছালে নৌকাতে করে কিছু মানুষ ডাব বিক্রি করে। আহা! পানিতে বসে ডাবের পানি'র তুলনা! হয় না, হবেও না।



একটা সময় এটা ছিল আমার স্বপ্নের 'ভ্রমণ।' সময়ের সাথে মানুষ বদলায়, স্বপ্ন বড় হয়। আল্লাহ তৌফিক দিলে এখন 'হজ্জে' আর 'লাদাকে' যাইতে চাই। আপনারা দোয়া রাখবেন।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬

আরাফআহনাফ বলেছেন: আসাধারন।

২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৯

ভিজ্যুয়ালাইজার বলেছেন: জনাব সত্যিই অসাধারন!

২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২

আরাফআহনাফ বলেছেন: প্রথমশ্রেণীর কেবিন ভাড়া ও বিশদ জানতে চাই।

২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪২

ভিজ্যুয়ালাইজার বলেছেন: জনাব, আপনার সুবিধার জন্য লিঙ্ক দিয়ে দিলাম, http://www.biwtc.gov.bd/notice.php

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৯

স্বপনচারিণী বলেছেন: আনন্দময় ভ্রমণ। সেই সাথে স্বস্তির। কারন পানিপথে ভ্রমণ সবসময় এতো আরামদায়ক হয়না। আমি সত্যিই ঈর্ষান্বিত। ভাল থাকুন।

২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮

ভিজ্যুয়ালাইজার বলেছেন: ধন্যবাদ :)

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৮

ভিটামিন সি বলেছেন: মুই আন্হের লগে যাইতাম চাই। লই যাইবাইন নি?

২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯

ভিজ্যুয়ালাইজার বলেছেন: জনাব কই যাইতে চান? হজ্জে? রকেট ভ্রমণে? না লাদাকে?

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০১

গোলক ধাঁধা বলেছেন: লাদাকে মানে কি??

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫২

ভিজ্যুয়ালাইজার বলেছেন: জনাব ভুলটা আমার, আসলে 'লাদাখ' হবে। বিবরণের জন্য লিঙ্কটা দিলামঃ https://en.wikipedia.org/wiki/Ladakh

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.