নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই ভিজ্যুয়ালাইজ রিয়্যালিটি!

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

ভিজ্যুয়ালাইজার

- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।

ভিজ্যুয়ালাইজার › বিস্তারিত পোস্টঃ

শততম পোস্ট!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৭

; ইহা 'সামহোয়্যার ইন ব্লগে' আমার শততম পোস্ট। আমি ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি খুব বেশি আকৃষ্ট ছিলাম না তাই জানিনা 'সেঞ্চুরি' মারার মজাটা কি! লিখতে গিয়ে শততম পোস্টে আনন্দ হয় ঠিকই, কিন্তু মন খারাপ লাগে তার থেকেও বেশি। নিজের পুরানো লেখা পড়তে আমার ভাল লাগে, সবারই লাগে নিশ্চয়ই। কোন লেখা হয়ত ঝাপসা চোখে লিখেছি, কোনটা হয়ত হাসতে হাসতে লিখেছি, পুরানো লেখাগুলো পড়লেই ঠিক সেই সময়টার কথা মনে পড়ে যায়। ঠিক 'স্যাডিস্ট' টাইপের একটা অনুভূতি। আমি জানি যে কোন পোস্ট লেখার সময় মন খারাপ ছিল তবু ইচ্ছা করে সেই পোস্ট বারবার পড়তে ভাল লাগে। মানুষের ভাল লাগা ব্যাপারটা অদ্ভুত! ব্যাপারটা হয়ত আইয়ুব বাচ্চু বুঝতে পেরেছিলেন তাই 'আমি কষ্ট পেতে ভালবাসি' গানটার মত চমৎকার একটা গান গেয়েছিলেন। কিছু গান কখনও হারায় না। সময়ের সাথে থেকে যায়। খুব বৃদ্ধ বয়সেও হয়ত আমি এই গানের কলি আওড়াতে থাকব!



আমি আমার সময়গুলোকেও এই গানটার মত হারাতে দিতে চাই না। তাই লিখে রাখি। জার্নাল রাইটিং আর কি! আমার বাবা যে বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন, পরে তারা বেশ নামডাকওয়ালা এক পত্রিকা প্রকাশ করেন। পত্রিকাটি এখনও সচল। আমি ছোটবেলায় বায়না ধরে বাবাকে নানারকম ভূতের গল্প লিখে দিতাম। এঁকে দিতাম নানাধরনের ছবি। বাবা খুব আগ্রহের সাথে প্রতিদিন তা অফিসে নিয়ে যেতেন। বাসায় আসলে আমি খুব আগ্রহ নিয়ে বলতাম,



বাবা, কালকের পেপারে কি আমার গল্প ছাপা হবে?

বাবা বলতেন, ধুর বোকা! আগে ওরা তোমার লেখা পড়বে। তারপর নিজেরা কাটছাঁট করবে, তারপর ছাপাবে। কয়েকদিন সময় তো লাগবেই।



আমি প্রতিদিন আগ্রহ ভরে পত্রিকাটি উল্টেপাল্টে দেখতাম, কিন্তু কখনওই আমার কোন লেখা বা ছবি ছাপা হয়নি। বাবা বিষয়টা বুঝতে পারতেন। তিনি বলতেন, সবার লেখা তো আর ছাপানো সম্ভব না বাবা। এক পৃষ্ঠা লেখার মত লেখক অনেক আছে, কিন্তু একটা বিশাল বই লেখার মত মানুষ কয়জন আছে? তুমি চেষ্টা করতে থাক।



এরপর নিজের ডায়রি ছাড়া আর কোথাও লিখি নাই। কিন্তু সবার লেখা পড়ে নিজের খুব ইচ্ছা জাগে লিখতে। তাই মাস দশেক ধরে এই প্ল্যাটফর্মে লিখি। ভাল লাগে। বাবা বেঁচে থাকলে বলতাম, যে আমি শততম পোস্ট লিখছি। বাবা বেঁচে নেই। মন ভাল নেই। মনে এত খারাপ যে ফেব্রুয়ারি মাসটাকে জীবনের শেষ মাস মনে হচ্ছে।



কিন্তু না। আমি জানি, এখানেই শেষ না। ভবিষ্যৎটা আরও সুন্দর। আরও লিখব। আবার লিখব। এভাবেই কেটে যাক না জীবন। ভাল আর খারাপ! মানুষের জীবনে তো থাকবেই।

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩

মাঘের নীল আকাশ বলেছেন: ভালো লাগলো...হাজারতম পোস্ট পড়ার অপেক্ষায় রইলাম।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬

ভিজ্যুয়ালাইজার বলেছেন: জনাব, খুবই ধন্যবাদ। দোয়া রাখবেন। আমার মাঝে কেন জানি আজ আবেগ কাজ করছে :(

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১

আরফার বলেছেন: বাহ্‌! আপনার দ্বারা বেশ অনুপ্রাণিত হলাম। দশ মাসে একশটা! তার মানে মাসে দশটা, প্রতি তিন দিনে একটা করে পোষ্ট! আর আপনি লিখেন-ও ভালো। অনেক শুভকামনা রইলো, আশিক ভাই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৪

ভিজ্যুয়ালাইজার বলেছেন: ভাই, আপনাকে আমি যা চিনতাম যা জানতাম তার সবই ভুল। আপনার একটা লেখা পড়লাম মাত্র 'মায়া।' অসাধারণ। আমি আপনার লেখা পড়ে বুঝেছি যে মানুষের আসল সাফল্য হল নিজেকে লুকিয়ে। আমি বড্ড বেশি আউটস্পোকেন। আর আমি তো 'জার্নাল রাইটিং' টাইপ লেখালেখি করি তাই আমার পোস্ট বেশি।

আপনার সাথে একদিন আড্ডা দিতে চাই। শুধু আপনার চিন্তা ভাবনা শুনব। আর হ্যাঁ, সেইদিন কিন্তু চুপচাপ থাকলে হবে না। আপনার ভেতর এত ট্যালেন্টের খনি, ওবামা কি তা জানে?

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১

পরিবেশ বন্ধু বলেছেন: অনেক শুভকামনা

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৩

ভিজ্যুয়ালাইজার বলেছেন: ধন্যবাদ, জনাব।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৭

মেহেরুন বলেছেন: অভিনন্দন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৩

ভিজ্যুয়ালাইজার বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৩

মাহবুবুল আজাদ বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪২

ভিজ্যুয়ালাইজার বলেছেন: ধন্যবাদ জনাব। দোয়া রাখবেন :)

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৮

ইমরাজ কবির মুন বলেছেন:
অভিনন্দন লাইজার ! :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৯

ভিজ্যুয়ালাইজার বলেছেন: জনাব, অসংখ্য ধন্যবাদ :)

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

পাঠক১৯৭১ বলেছেন: ভালো, লিখুন

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪০

ভিজ্যুয়ালাইজার বলেছেন: আনন্দ লাগছে। দোয়া রাখবেন :)

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৯

মামুন রশিদ বলেছেন: বাহ, এক বছরেই সেঞ্চুরি! গুড স্ট্রাইকিং..


শুভ কামনা ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪২

ভিজ্যুয়ালাইজার বলেছেন: জনাব, ধন্যবাদ আপনাকে। দোয়া রাখবেন।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৪

সুমন কর বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪২

ভিজ্যুয়ালাইজার বলেছেন: দোয়া রাখবেন জনাব। ধন্যবাদ আপনাকে।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৩

ক্ষুদ্র খাদেম বলেছেন: চালাইয়া যান, তয় ইটটু জন্ম নিয়ন্ত্রণের দিকে নজর রাইখেন (মানে লেখার আর কি) !:#P !:#P

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৫

ভিজ্যুয়ালাইজার বলেছেন: ভাই যার কেউ নাই, তার হাত আছে। আর যার হাত আছে তার জন্ম নিয়ন্ত্রন নিয়া কোন টেনশন নাই ঃপি। জারনাল টাইপ লেখা লেখি করি তো তাই সংখ্যাটা একটু বেশি। আপনাদের অভিমত এবং পরামর্শ তাই জরুরি। দোয়া রাখবেন।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০০

রাতুল_শাহ বলেছেন: শুভেচ্ছা রইলো

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৬

ভিজ্যুয়ালাইজার বলেছেন: অসংখ্য ধন্যবাদ জনাব :)

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩২

অরুদ্ধ সকাল বলেছেন:

আরো ১০০০ তম হোক

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৬

ভিজ্যুয়ালাইজার বলেছেন: ধন্যবাদ জনাব। দোয়া রাখবেন ইনশাআল্লাহ :)

১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩১

প্রবাসী পাঠক বলেছেন: শততম পোষ্টের শুভেচ্ছা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৭

ভিজ্যুয়ালাইজার বলেছেন: ধন্যবাদ জনাব। দোয়া রাখবেন। ভাল থাকবেন :)

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৫

আরফার বলেছেন: ভাই মোহাম্মদ, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাকে নাম ধরে মেনশন করার জন্য, জানি না, কতটুকু এফেকটেড হয়েছেন! আমি আসলে একেবারেই খেয়াল করি নি যে, পুরো প্রোফাইলে আপনার নামটা হিডেন! কারন আমি জানি, "মানুষের আসল সাফল্য হল নিজেকে লুকিয়ে।" ;) ফেবু থেকে লিঙ্ক পাওয়ার পর লেখাটা পড়ে শুধু কমেন্ট করেছি। একটু আগে আপনার বাড়ি-ঘরে বিনা দাওয়াতে ঘুরাফেরা করে মনে হলো, নামটা প্রকাশ করে ভুল করে ফেললাম নাকি! এডিট-ও করতে পারি না, কি যন্ত্রণা! অসুবিধা হলে ডিলেট করে ফেলবেন। :)

এবার চলুন কাজের কথায় আসি, আপনি আউটস্পোকেন, এটা জানি। কিন্তু এভাবে মানুষজনকে লজ্জায় ফেলে দেয়াটা ঠিক না, ভাই। আমি খুবই খুশী হয়েছি, আপনি আমার একটা লেখা পড়েছেন, এবং আপনার ভালো লেগেছে। অনেক পুরাতন অবশ্য। তবে ধৈর্য্য নিয়ে আপনি পড়েছেন, এটাই অনেক বড় পাওয়া।

আর অবশ্যই আড্ডা দিব। খালি আপনি জানাবেন কোনদিন ফ্রি আছেন। একদিন জম্পেশ আড্ডা দেয়া যাবে। আমার মাথার ডাবের পানিতে না হয় কিছুক্ষন সাঁতরে নিবেন। হতাশ হইলে পরে আবার দোষ দিতে পারবেন না। আর, ওবামা সাহেব নিজের ঘর-সংসার টেকাইতে উইঠা পইড়া লাগসে, আশেপাশের খবর নেয়ার টাইম নাই। :P

যাই হোক ভাই, আপনার লেখা চালিয়ে যান। শুভকামনা থাকবে সব সময়কার জন্যই।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৬

ভিজ্যুয়ালাইজার বলেছেন: ভাই। 'মানুষের আসল সাফল্য হল নিজেকে লুকিয়ে' এই কথাটা আমি আপনাকে উদ্দেশ্য করে লিখেছি। আমি আপনাকে সবসময় চুপচাপ দেখেছি। কখনও বুঝিনি আপনি লেখালাখি করেন। কখনও বুঝি নাই আপনি এত মেধাবি। আপনি নিজেকে লুকিয়ে রাখেন। আর সেইটাই সব চেয়ে বড় ক্ষমতা। এইটা আমার নাই। নামে কি আসে যায়। মানুষের গুনাগুন নামে বিচার করা যায় না, কাজে করা যায়। আমি আপনার কাজে আপনাকে বিচার করেছি। নাম নিয়ে আমার কোন আপত্তি নাই।

আড্ডা দিবই দিব। লোভ লাগছে। আর আপনি যতই লুকান না কেন, ওবামা কিন্তু একদিন জানবেই জানবে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.