![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; হটাত করে বুয়েটের সামনে,
ভাইরে, গরু কোন দোকানে নিয়ে যাইতেছেন?
-ক্যান ভাই? কি দরকার?
নাহ! এমনিতেই। গরুটা খুব ভাল। কুজ উঁচা। দেশি ছোট গরু। তারপর রংটাও মাশাআল্লাহ। দেখতেও সুন্দর, খাইতেও স্বাদ হইব।
-(হাসতে, হাসতে) ভাই দোকানেই নিতে পারলাম না! জবাই তো দূরে থাক! আর আপনি এত কিছু ভাইবা ফালাইছেন!
জি না, ফ্রিক ভাইবেন না। আমি গরুর গোশত পছন্দ করি। শুধু তাই না আমি ইহা খুব ভাল চিনি। আপনি যদি বাজারে গিয়া গরু আর মহিষের গোশতের মাঝে তফাত করতে না পারেন, তাইলে আমারে নিয়া যাইবেন। সুপার গোশত কিনে দিব।
ছোটবেলায় আমার খুব শখ ছিল, আমি বড় হয়ে 'গরম ভাত আর গরুর মাংসের দোকান' নামে একটা দোকান দিব। যেখানে থাকবে শুধুই নানা রেসিপি'র গরুর গোশত। ঝুড়া গোশত, মেজবানি গোশত, কালাভুনা, কলিজা ভুনা, গুর্দা ভুনা, মগজ ভুনা, সিনার গোশত, রানের গোশত, হাড় ছাড়া গোশত, সাতকড়া আর গরুর গোশত ইত্যাদি ইত্যাদি। একটা প্লেটে কয়েকটা বাটি থরে থরে সাজানো থাকবে। বাসমতী চালের ভাতের সাথে পরিবেশন করা হবে অর্ডার অনুযায়ী গরুর গোশত আর তার সাথে আচার, এক টুকরা কাগজী লেবু এবং সালাদ। আহা! এর চেয়ে উত্তম বেহেশতি খাবার আর হইতে পারে না!
কিন্তু দোকান দেয়া হয় নাই। ব্যবসা করা হয় নাই। আমি এখন একজন প্রফেশনাল ই-মেইল রাইটার! কি হইতে পারত! আর কি হইছে!
তাই বাংলাদেশের খেলা দেইখা আফসোস করার কিছু নাই। অনেক কিছুই হইতে পারত, অনেক কিছুই হয় নাই। আল্লাহ যা করেন ভাল'র জন্যে করেন। স্বপ্ন ভেঙ্গে যাওয়ার পিছনে, ভালটা হয়ত অনেক বড় কিছু। চিয়ার্স!!
০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:৫২
ভিজ্যুয়ালাইজার বলেছেন: জনাব আপনার নামটায় এইরকম অদ্ভুত কম্বিনেশন কেন?
২| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:৪৪
ইরাজ আহমেদ বলেছেন: বেড়ে বলেচেন দাদা।
০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:৫৩
ভিজ্যুয়ালাইজার বলেছেন: জনাব, আমি একটু বুঝি কম 'বেড়ে বলেচেন' মানে বুঝি নাই? কোন জায়গার ভাষা এইটা?
৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:৫৬
ইরাজ আহমেদ বলেছেন: মানে খুবই সত্য বলেছেন......।
৪| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ৮:২৩
আদম_ বলেছেন: হাহাহাহাহাহাহা
আপনার লেখায় মজা আছেতো।
অনুসরণে থাকলেন কিন্তু। নিয়মিত না লিখলে খপর আছে।
৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৯
ভিজ্যুয়ালাইজার বলেছেন: কি যে বলেন ভায়া! আমি তো লিখতেই চাই। অনেকটা ডানো'র মত। এমনি এমনি লিখি ঃপি
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪
ইমরান আশফাক বলেছেন: আইডিয়াটা আমার পছন্দ হয়েছে।
'গরম ভাত আর গরুর মাংসের দোকান' নামে একটা দোকান দিব। যেখানে থাকবে শুধুই নানা রেসিপি'র গরুর গোশত। ঝুড়া গোশত, মেজবানি গোশত, কালাভুনা, কলিজা ভুনা, গুর্দা ভুনা, মগজ ভুনা, সিনার গোশত, রানের গোশত, হাড় ছাড়া গোশত, সাতকড়া আর গরুর গোশত ইত্যাদি ইত্যাদি। একটা প্লেটে কয়েকটা বাটি থরে থরে সাজানো থাকবে। বাসমতী চালের ভাতের সাথে পরিবেশন করা হবে অর্ডার অনুযায়ী গরুর গোশত আর তার সাথে আচার, এক টুকরা কাগজী লেবু এবং সালাদ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯
ভিজ্যুয়ালাইজার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:৪১
দালাল০০৭০০৭ বলেছেন: