![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; 'কথা ছিল দেখা হবে, দেখা হল না!' এই গানটা মিথ্যে করে দিয়ে গতকাল দেখে আসলাম বহু প্রতীক্ষিত মুভি 'অগ্নি।' যদিও খুব ইচ্ছে ছিল এই মুভিটার ওপেনিং শো দেখব। কিন্তু ১৪ই ফেব্রুয়ারিতে সেটা আর হয়ে ওঠেনি। যাই হোক, বন্ধু উপমা 'র উদ্যোগে গতকাল ৬ই মার্চ বলাকা সিনেপ্লেক্সে বেপুক চিল্লাচিল্লি আর হৈ হুল্লোড় করেই দেখা হল এই মুভিটা। আর হৈ চৈ হবেই না বা কেন? নায়ক যদি নায়িকাকে বলে 'আমি চাইলে এখনই এই পিস্তলের "গরম বুলেট" দিয়ে তোমার শরীরকে ছিন্নভিন্ন করে দিতে পারে!' তাইলে আর যাই হোক, একটা 'হোওওওও' করে চিৎকার করে তো ওঠাই যায়! কারন 'গরম বুলেট' বলতে নায়ক আসলে যে কি বুঝাইল তা আমি বুঝি নাই! আর বুলেট কোনদিন ঠাণ্ডা হয় কি না তা ও আমি কখনও শুনি নাই!!
'অগ্নি' অনেক সামাজিক, রক্ষণশীল, জনপ্রিয়, রুচিশীল, বিনোদনমূলক এবং অ্যাকশনধর্মী একটা মুভি। আমি দুঃখিত, কিন্তু এর থেকে বেশি বিশেষণ আমার জানা নেই! অস্থির একটা মুভি! বাংলাদেশে এইরকম মুভি তৈরি যে হচ্ছে, এটাই আমাদের জন্যে বিশাল একটা সাকসেস। তাতে হোক না মুভি'র কাহিনি 'নানা মুভি'র সংমিশ্রণ!' বলিউড, হলিউডেও 'ছায়া' অবলম্বনে বহু মুভি তৈরি হয়। কিন্তু বাংলাদেশে যেন মুভি'র রেভ্যুলেশন শুরু হইছে! ধন্যবাদ 'স্যার অনন্ত জলিল।' তাই, আমাদের অবশ্যই সিনেমাহলে গিয়ে এইরকম মুভি দেখে বাংলাদেশের এই শিল্পকে অনুপ্রাণিত করা উচিত।
নায়ক, নায়িকা নিয়ে আর কি বলব! মমতাজের কল্যাণে চিরকাল জানতাম 'পোলা তো নয় যেন আগুনেরই গোলা!' কিন্তু বিশ্বাস করেন কালই প্রথম জানলাম যে বাংলাদেশে 'মাহি' নামে নতুন যে নায়িকা তৈরি হয়েছে সে 'মেয়ে তো নয় যেন পারমানবিক বোমা!' এত্ত সুন্দর ক্যান? তার হাঁটা সুন্দর, চেহারা সুন্দর, ফিটনেস সুন্দর এমনকি 'তিলটা' পর্যন্ত সুন্দর!! যে টা সুন্দর না সেটা হল অভিনয়। কিন্তু ক্যাটরিনা কাইফের অভিনয়ও তো ভাল না। তাই যদি মার্কেটে 'ক্যাটরিনা' চলে তবে আমাদের 'মাহি'ও' দৌড়াবে। আর আরেফিন শুভ তো খুবই ভাল অভিনয় করেছে। তার উচ্চারন সুন্দর, ফিটনেস ভাল, যদিও চেহারাতে আমার কাছে মাইর খেয়ে গেছে (?!) কিন্তু তবুও সে ভাল নায়ক। যদিও নাচানাচিতে সে শাহরুখ খানের মুদ্রা নকল করে নিয়েছে! সে খুব ভালভাবে শিখে গেছে যে, এক জায়গায় দাড়িয়ে দুই হাত মেলে ধরে এদিক ওদিক হেলেদুলে কিভাবে নাচা যায়!
মুভিটা অবশ্যই বন্ধুবান্ধব নিয়ে দেখতে যাবেন। ভুলেও গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নিয়ে দেখতে যাবেন না। তাইলে আমাদের সামনে বসা কাপলদের মত আপনাকেও বলতে হবে 'নাও, ভাইদেরকেই দেখে নাও। মুভি তো আর দেখতে পারলাম না!' অবশ্য এর জন্যে ছন্দা'র 'ভাই টাইপ' হাসিই দায়ি।
এই মুভিটার গানগুলোও অসাধারন! কোরিওগ্রাফি আরেকটু ভাল হইলে আমরা 'মালাং' অথবা 'শিলা কি জাওয়ানি' টাইপের উপস্থাপন দেখতে পারতাম! আফসুস!
পরিশেষে, একটা ক্যুইজ। ধারণা করে বলুন তো, এই মুভিতে সব থেকে বেশি নির্মল বিনোদন কে পেয়েছে?
১) নায়ক?
২) নায়িকা?
৩) ডিরেক্টর?
৪) দর্শক?
৫) ভিলেন?
নাহ! উত্তর ভুল। সঠিক উত্তর, ক্যামেরাম্যান।
০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৩
ভিজ্যুয়ালাইজার বলেছেন: জনাব প্রয়োজনে একা গিয়ে দেখে আসুন। খারাপ লাগবে না।
২| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৪
আদম_ বলেছেন: ক্যামেরাম্যান কেন?
০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৩০
ভিজ্যুয়ালাইজার বলেছেন: জনাব, ব্যাপারটা একটু ১৮ প্লাস। জুম ইন আর জুম আউটের যথেচ্ছ ব্যবহার!
৩| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৮
নীল-দর্পণ বলেছেন: ভার্সিটি লাইফ শেষ হওয়ার পথে, হলে গিয়ে মুভি দেখিনাই। খায়েশও জাগেনাই। কিন্তু অগ্নিটা দেখার খুব খায়েশ ছিলো....হলোনা যাওয়া....
০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৫০
ভিজ্যুয়ালাইজার বলেছেন: জনাব, ভয়াবহ মাত্রায় মিস! যাই হোক আশা করি এই রকম মুভি আরও তৈরি হবে এবং আপনারও দেখার সুযোগ হবে।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৬
বোধহীন স্বপ্ন বলেছেন: ছবিটার অনেক নাম ডাক শুনছি, কিন্তু বন্ধুদের কাউকে উৎসাহিত করতে পারলাম না, যাওয়াও হল না।