![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; আচ্ছা বাংলাদেশের জাতীয় ঘরোয়া খেলা বলে কিছু কি আছে? থাকলে অবশ্যই সেটা 'লুডু।' বাংলাদেশের সবাই মনে হয় কম হোক বেশি হোক লুডু খেলা পারে। লুডু খেলাতেও যে 'চোরামি' আছে তা আমি ছোট বেলায় জানতাম না। এই যেমন সবার অলক্ষে একটা 'গুটি' চালা! আসলে 'চোরামি' বিষয়টা আসলে একটু ব্যাতিক্রম। এটা ঠিক চুরি না। এইটা হচ্ছে ডাকাতি টাইপের। কেউ যদি ভাবে আমি যে চুরিটা করছি, তা যার সাথে করছি সে ধরতে পারছে না। মেলা বুদ্ধির কারনে, তাহলে সেটা হল চোরামি! আসলে আপনি যে চুরিটা করছেন এবং যার সাথে করছেন সে কখনও ভাবতেও পারে নি আপনি এই রকম কিছু একটা করতে পারেন! এটা আসলে বিশাল একটা অপরাধ। আসলে আপনি তার বিশ্বাস ভাঙছেন। সে আর কখনও বিশ্বাস করবে না যে আপনি আর চোরামি করবেন না।
ছোটবেলায় আমি এটা নিয়ে খুবই মন খারাপ করতাম। ভাবতাম সামান্য একটা খেলায় জেতার জন্যে এতকিছু! কিন্তু এখন আর মন খারাপ হয় না। তবে মেজাজ খারাপ হয়। কিছু মানুষ থাকেই এইরকম। নিজের সাদা লুঙ্গিতে আলকাতরা নিতেও বাঁধে না। জিততে হবে। কুপাইয়া ফেলবাম, এইরকম একটা ভাব! আশেপাশে কি হচ্ছে, কি হয় তাতে তাদের কিচ্ছু যায় আসে না।
ভাই থামেন, খেলাকে খেলাই ভাবেন। এইটা এমন কিছু না, যেখানে না জিতলে আপনের 'জান' চলে যাবে(এই জান অবশ্য গার্লফ্রেন্ড হইলে অন্যকথা!) আসেপাশে তাকান একটু। মনে রাখবেন 'প্রত্যেক মানুষের কাজ তার নিয়তের উপর নির্ভরশীল।' আপনি 'প্যাঁচ' খেলতে গিয়ে আবার নিজেই 'সাইজ' হয়ে যাইয়েন না যেন! কারন কাক যতই ময়ূরপুচ্ছ লাগাক না কেন, কাক সারাজীবন কাক-ই থাকবে। জীবনেও আল্লাহ তারে ময়ূর বানাবে না। আর আপনি যতই 'ভাল' দেখাতে যান না কেন, নিয়তে প্যাঁচ থাকলে কর্মফলও প্যাঁচমার্কা হবে।
বিঃদ্রঃ যতদিন তোমার হাতে দেশ, কেন বাছ ভাই অন্যের সাদা কেশ? নিজের চেহারাটা আয়নায় দেখ না
পুনশ্চঃ ইহা সকল 'চালাইক্কা' পাবলিকের জন্যে। আপনি বুদ্ধিমান হইলে ভাল কিন্তু প্লিজ চালাইক্কা হইয়েন না। চালাইক্কা'রা দুর্জন ব্যাক্তি। আর দুর্জন ব্যাক্তি বিদ্বান হইলেও পরিত্যাজ্য। হুম, কথা সত্য।
১০ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৭
ভিজ্যুয়ালাইজার বলেছেন: ধন্যবাদ জনাব
২| ১০ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০১
অন্ধকারে একজন বলেছেন: হুম, কথা সত্য।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৪০
বাউন্ডুলে রুবেল বলেছেন: লেখাটা ভালো লেগেছে।