![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; উয়েল, চ্যানেল নাইনে 'লাইভ' বলে যে কনসার্টটি দেখাচ্ছে, সেটা যে আসলেও কতটুকু জ্যান্ত(!) তা আমার জানা নেই। যাইহোক, আজকের কনসার্ট নিয়ে সবার অনেক মন খারাপ। আমারটা বুঝতে পারছি না!
সকালে যখন এক বন্ধু ফোন দিয়ে বলল, 'দোস্ত কনসার্টের টিকিট পাইছি তোর জন্যে। মাত্র তিন হাজার টাকা(!মাত্র!?)' ঠিক তখনও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেই শুনলাম আমাদের (আমার আর আমার বন্ধুদের) টিকিট একই গ্যালারিতে হবে না, তখনই টিকিট কিনতে বারণ করে দিলাম। এরপর আইয়ুব বাচ্চুর মন খারাপ করা কথা টিভিতে শুনে, মেজাজ খারাপ হয়েছিল আয়োজকদের উপর। কিন্তু 'নিতি মোহানকে' দেখে যেমনিভাবে কনসার্টে না যাওয়ার কারনে নিজের উপর রাগ হচ্ছিল, অন্যদিকে কি করব(!) কি করব(!) ভেবে আনন্দে দিশেহারা লাগছিল।
মনে হচ্ছিল টিভির ভেতর ঢুকে যাই। কিন্তু টিভির ব্যাপারটা অদ্ভুত! দূরে গেলে ভাল দেখা যায় কিন্তু কাছে গিয়ে দেখতে নিলেই অস্পষ্ট! এ যেন তাহসানের গান,
'দূরে তোমায়, ঝাপসা দেখি
কাছে তুমি, অদৃশ্য।'
আমার জন্যে মেয়েটা কতদূর থেকে গান গাইতে আসল! আর সেই আমি(!) আমি কনসার্টেই গেলাম না(!) এ যেন আইয়ুব বাচ্চুর গানের মত, 'এই আমি কেন এত আচেনা হলাম, এই আমি কেন তোমাকে দুঃখ দিলাম!' আমাকে না দেখার কষ্টে মেয়েটা দুইটা গানের বেশি গাইলওই না! আমি শিউর। যাউকগা আপনারা যারা সরাসরি তার কণ্ঠ শুনতে পেয়েছেন তাদের অনেক অভিনন্দন জানাচ্ছি। ইউ পিপল আর সো লাকি! আমার ধার উদ্ধার করে হলেও, এই কনসার্টে সামনের সারির টিকিট কেটে যাওয়া উচিত ছিল। আই মিসড!
আর কি বলব? মনটা খারাপ। আমার মন খারাপ দেখে কেউ মজা নিয়ে আমাকে 'ভারতপ্রীত' গোছের কেউ ভাববেন না। এভ্রিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার।
পুনশ্চঃ নিতি মোহান তোমাকে এত্তগুলা বালুবাসা আর বালুবাসা। অলাবু আর অলাবু। বুইজছ? আর তোমার নতুন হেয়ার স্টাইলটা বাজে, (আমি বলি নাই, আম্মা বলছে।)
©somewhere in net ltd.