নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই ভিজ্যুয়ালাইজ রিয়্যালিটি!

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

ভিজ্যুয়ালাইজার

- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।

ভিজ্যুয়ালাইজার › বিস্তারিত পোস্টঃ

রাশি'তে গণ্ডগোল!

০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪২

; আপনি 'ক' বললে যদি আপনার সাথের মানুষ 'কলিকাতার কমলাকান্ত কাকাকে কহিল কাকা, কাক কেন কা কা করে? কাকা কহিলেন, কা কা করাই কাকের কাজ' টাইপের সম্প্রসারিত ভাব বুঝে নেয় তবে তাকে কখনওই 'কানে খাটো' ভাববেন না। তাকে বুদ্ধি প্রতিবন্ধি ভাবাটাও ভুল। আসলে তার সাথে আপনার রাশি মেলে না।



জি, ঘটনা সত্য। আমি রাশি তে বিশ্বাস করি না। কিন্তু আমার এই রাশি বিষয়ে একটা ব্যাপক অভিজ্ঞতা আছে। রাশিফল হিসেবে আসলে প্রতিদিন, সপ্তাহ বা মাসব্যাপি যেটা পাওয়া যায় সেটা নিছক মন ভাল করার গল্প। সবার রাশিতেই কম বেশি ভাল ভাল কথা লেখা থাকে। কারও রাশিফলে হয়ত লেখা 'আপনার প্রিয়জনের সাথে আজ দেখা হবে' আবার কারও রাশিফলে লেখা থাকে 'অর্থপ্রাপ্তির সম্ভাবনা!' এটা যারা অনুসরণ করে, তারা ওই নির্দিষ্ট কাজে একটা বিশেষ মনোযোগ রাখে। তাই যখনই কোন পূর্ব পরিচিত মানুষের সাথে দেখা হয় অথবা হাতে টাকা আসে তখনই সেই রাশিফলের কথা মনে পড়ে এবং তা সত্য বলে মনে হয়। আমাদের ধর্মেও রাশিফল বিশ্বাস করা গুনাহর কাজ।



কিন্তু একটা রাশি'র মানুষজনের সাথে আমার সম্পর্কের ধরন পুরা 'প্রোডাক্ট কার্ভে'র' মত। জি জনাব। প্রোডাক্ট কার্ভ। অর্থাৎ প্রথমে তার সাথে কোন সম্পর্ক থাকবে না। তারপর 'তোমায় একদিন না দেখিলে' টাইপ রিলেশন হবে। এবং তার পরের ধাপে আবার মুখ দেখা দেখি নাই টাইপ অবস্থায় চলে আসবে। এই ঘটনাটি বহুল পরীক্ষিত।



আমার কাছে এর পিছনে কারন বলে মনে হয়, মানুষের কথা অর্ধেক শোনা। তার চেয়েও অর্ধেক বোঝা। এবং তার ৫ গুণ রিঅ্যাকট করাকে। এক এক জনের কাছে এক এক রকম হইতে পারে। কিন্তু ঝামেলাকে সবার ঝামেলাই মনে হবে, এটাই স্বাভাবিক।



পরিশেষ, আমার সাথে হোঁচট খাওয়া সেই অভাগা রাশিটির নাম 'মেষ।' মেষ রাশি'র মানুষজন অনেক ভাল। বিশেষ করে খুবই বন্ধুসুলভ। কিন্তু আমার সাথেই কেন জানি এমন হয়! বলদ আর ভেড়ার তো বাজাবাজি হবে এটাই স্বাভাবিক। দুইটার'ই তো মাথা মোটা!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.