![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
রাত ৩টা পর্যন্ত ডাউনলোড শেষ করে, ভোর ৫টা পর্যন্ত ঘুম ঘুম চোখে দেখে ফেল্লাম। ক্যাম প্রিন্ট তার উপর সাবটাইটেল ছাড়া! সবচেয়ে বড় কথা সাউনডের অবস্থাও খুব খারাপ। কিন্তু কি করা! ধৈর্য আর ধরে রাখতে পারছিলাম না। সেই ডিসেম্বর মাস থেকে অপেক্ষা করছি এই মুভিটা দেখব বলে! অবশেষে দেখে ফেললাম 'দ্যা ফলট ইন আওয়ার স্টারস।'
যেহেতু আমি এই বইটার অর্ধেক পড়ে ফেলেছিলাম, তাই মুভি দেখতে বেশ সমস্যা হয়েছে। খালি মনে হয় আল্লাহ! এই সিনটার পর এই সিনটা আসল ক্যামনে! মাঝের সিনটা কই! আমার কাছে থাকা ৯৩ পৃষ্ঠার এই বইয়ের প্রথম ১৫ পৃষ্ঠার চিত্রায়ন মনে হয় করা হয়েছে ১৫ মিনিটে! আফসোস! শখ-আহ্লাদ সব পানিতে ভাসাইয়া নিয়া গেল! এই কারনে আসলে বই পড়ার পর মুভি দেখতে বসলে খারাপ লাগে।
যাউকগা, ওভারঅল মুভিটা ভাল। তবে যাদের কাইট্যালচি/মাইরালচি ভাল লাগে তাদের কখনওই এই মুভিটা ভাল লাগবে না। কোর রোম্যানটিক জানরা'র এই মুভিটা ডায়লগ বেজড। যাদের 'বিফোর ট্রিলজি' ভাল লেগেছে, তাদের এই মুভিটা ডেফিনেটলি ভাল লাগবে। অনেকটা ' এ ওয়াক টু রিমেম্বার' ধাঁচের।
এই মুভি'র সব থেকে বেশি ভাল লেগেছে ডায়লগ। একটার থেকে আর একটা বেশি সুন্দর। আর সব থেকে বেশি সুন্দর হল সবশেষে নায়কের লিখে রেখে যাওয়া একটা চিঠি। আমার অবশ্য বরাবরই চিঠি'র প্রতি অ্যাফেকশন একটু বেশি।
শেইলিন উডলে'র কথা আর কি বলব! এক কথায় অসাধারন। তবে আমি যেহেতু অডিও বুকটাও শুনেছি, তাই মাঝে মাঝে মনে হয়েছে এই ডায়লগটা আর একটু অসাম হতে পারত!
সবশেষে, এই বইটা যে ওয়ান অফ দ্য বেস্ট বুকস আই হ্যাভ এভার রেড তাতে কোন সন্দেহ নাই। তবে এই মুভিটার ঝকঝকা, চকচকা প্রিন্ট না দেখে আসলে এইটাকে কোন নাম্বারিং করা ঠিক হবে না।
©somewhere in net ltd.