নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই ভিজ্যুয়ালাইজ রিয়্যালিটি!

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

ভিজ্যুয়ালাইজার

- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।

ভিজ্যুয়ালাইজার › বিস্তারিত পোস্টঃ

ঈদের শপিঙের ইতিকথা!

১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫০

; বেশিদিন আগের কথা না। বসে বসে মনে করতে চাইলে মনে হয় এইতো সেদিন। মাঝখানে শুধু সময় আর ইচ্ছার ব্যাপক পরিবর্তন। প্রসঙ্গ ঈদের জামা কেনা।



বাবা রোজার মাঝে কোন এক রাত্রে আমাদের সবাইকে ডাকতেন। আমরা গিয়ে গোল হয়ে বসতাম। আমি বিশেষ দৃষ্টি আকর্ষণের জন্যে কার্পেটের মাঝে পা এলিয়ে দিয়ে বসতাম। এই দৃষ্টি আকর্ষণের কারন কি জানিনা তবে সব সময়ই আপু'র সাথে ঈদের জামা কেনা নিয়ে একটা অদৃশ্য প্রতিযোগিতা লেগে থাকত।



বাবা, আম্মার হাতে ঈদের শপিঙের টাকা ধরিয়ে দিতেন। আর আমি বানাতাম লিস্ট। কার কার জন্যে এই ঈদে কিনতে হবে, সেই রকম একটা ফর্দ। সবার বাসায়ই কম বেশি একই প্র্যাকটিস ছিল মনে হয়। এরপর একদিন ছিল শপিং ডে। আম্মার সাথে দুই ভাইবোন সারাদিন মিলে ঘোরাঘুরি করে জিনিষপত্র কেনা। আলাদা একটা চার্ম ছিল।



শেষ কবে আমি,আম্মু, আপু একসাথে শপিঙে গিয়েছি মনে নেই। আর ঈদের জন্যে আলাদা প্ল্যানিং তো হয়ই না। এমন লাগে যেন ঈদটা সেই বাচ্চা বয়সের আমার জন্যেই ছিল। বড় হওয়াটা একটা ট্র্যাপ। শখ জাগে ঠিকই কিন্তু দু'য়ে দু'য়ে চারের হিসাবে কোথায় যেন একটা গণ্ডগোল লাগে। মেলে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.