নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই ভিজ্যুয়ালাইজ রিয়্যালিটি!

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

ভিজ্যুয়ালাইজার

- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।

ভিজ্যুয়ালাইজার › বিস্তারিত পোস্টঃ

আমি যা ভাবি/বলি তাই ঠিক

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৪৭

; একদা নগেন টেবিল দাবড়াইয়া কহিল,

নগেনঃ বুঝলা ভুপেন, পৃথিবীতে গোপন কথা কাউকে বলবানা।
ভুপেনঃ জি।
নগেনঃ তবে দাড়াও, আমার এক গোপন কথা তোমাকে বলতেছি (ফিস ফিস ফিস)।

অতঃপর গোপন কথা শেষ হয়। আড়মোড়া ভাঙ্গিয়া আবার শুধাইলেন,

নগেনঃ বুঝলা ভুপেন, কখনও গাধার মত খাটিতে খাটিতে জীবন দিবানা। বুঝলা?
ভুপেনঃ জি।
নগেনঃ তবে তোমার এখন খাটার বয়স। খাট, গাধার মত খাট।

অতঃপর খাটাখাটনি চলিতে থাকে।

নগেনঃ বুঝলা ভুপেন কখনও রাগ করা যাইবেনা।
ভুপেনঃ জি বুঝছি।
নগেনঃ কি বুঝছ?
ভুপেনঃ এই যে আপনে যা বলবেন তাই শুদ্ধ, ঠিক একই জিনিষ আমি বললে অশুদ্ধ।

এই কথা শুনিয়া রাগে লাল হইয়া গিয়া নগেন ভুপেনের পশ্চাৎদেশে একটা লাথি লাগাইয়া দিয়া কহিলেন

নগেনঃ ধুর! হতচ্ছারা!! মুখে মুখে কথা বল কেন?

ভুপেন নিরবে অশ্রুজল ফেলিয়া অন্যদিকে মাথা ঘুরাইয়া রাখে। তা দেখিয়া আবার হুঙ্কার করিয়া ওঠে নগেন,

নগেনঃ ওরে কালসাপ! তুই দেখি বিশাল বেয়াদপ!! আচ্ছা কথা বলছিস না কেন??


-উপরের কথোপকথন এবং চরিত্র কাল্পনিক কিন্তু আমাদের আশেপাশে তাকালে এমন নগেন আর এমন ভুপেন অহরহ চোখে পড়বে। আশ্চর্য হলেও সত্যি, যে আমরা নিজেরাই মাঝে মাঝে একই সাথে নগেন আবার একই সাথে ভুপেন।

জয়তু 'আমি যা ভাবি/বলি তাই ঠিক!'

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৪ ভোর ৬:৩২

খেলাঘর বলেছেন:


আপনি নগেন ঠগেন ভুপেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.