![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; বারবারা ক্রুগার এর একটা বিখ্যাত বই আছে যার নাম 'আই শপ দেয়ারফোর আই অ্যাম'
সহজ করে বললে, একজন মানুষ বলতে আসলে সে কি তা বোঝায় না বরং তার কি আছে তাই বোঝায়। এখন আসলে সব কিছুই এই ম্যাটেরিয়ালস্টিক কনসেপটে চলে।
আই সেলিব্রেট দেয়ারফোর আই অ্যাম।
আই ফেসবুক দেয়ারফোর আই অ্যাম।
আই ফোন দেয়ারফোর আই অ্যাম।
আই শো দেয়ারফোর আই অ্যাম।
দশ জন মানুষকে যদি জিগ্যেস করা হয়, ভাই আপনি কেমন মানুষ। সবার আলাদা আলাদা বর্ণনার মাঝে একটা কথা কমন থাকবে, আমি আর দশজনের মত না। ব্যাপারটা এখানেই। সবাই আনকমন হতে হতে একরকম হয়ে গেছি।
আপনি যদি সিএনজিতে থাকেন তাহলে খেয়াল করবেন আপনি সিএনজিবাদি হয়ে যাচ্ছেন। আশেপাশের রিকশা, গাড়ি অসহ্য লাগবে। আবার গাড়িতে যদি থাকেন তবে গাড়িবাদি হয়ে যাবেন। রিকশায় থাকলে রিকশাবাদি। সবসময় নিজের জায়গাটাকেই ভাল লাগে। কেন জানি! তবুও আমরা মানতে চাই না যে আমরা সবাই একই রকম। একটু কম আর বেশি!
ক্লাসে যদি একটা ছেলে স্পঞ্জ পড়ে ঢোকে তাহলে সে আতেল, যদি সে স্পাইক করে যায় তাহলে পাঙ্ক। উল্টাটা হতে পারেনা? স্পাইক করা ছেলেটা আঁতেল আর স্পঞ্জ পড়া ছেলেটা পাঙ্ক? সেই ভাবনাতে কিন্তু আমরা যাই ই না। আমরা আমাদের এই বদ্ধ ধারনার বাইরে আসতে পারি না।
বারবারা ক্রুগার এটাই বোঝাতে চেয়েছেন যে এটা একটা মানসিক রোগ।
কেউ যদি ফাল্গুন, ভ্যালেন্টাইন্স ডে পালন করে তবে শো আফ। আর নিজে পালন করলে ইটস এ স্পেশাল ডে? অন্য কেউ সেলফি তুললে, সাইকো। নিজে তুললে লেট আস বি মেইনস্ট্রিম!
বের হই না এই 'স্পেশাল' হওয়া থেকে। 'অরডিনারি' হওয়ার আনন্দ অনেক। সবার সাথে মিশে যাওয়া যায়। যার যেমন থাকার ইচ্ছা থাকুক না। কয়টা দিন আর আমরা বাঁচি? তার মাঝে এত্ত বাছাবাছি কেন?
আই লাফ,আই স্লিপ,আই ইট, আই ডু হোয়াটএভার আই ওয়ান্ট টু ডু দেয়ারফোর আই অ্যাম।
বিঃদ্রঃ দাও দাও আরও লুতুপুতু ছবি দাও, আমি লাইক দিব :p আই লাইক দেয়ারফোর আই অ্যাম :p
©somewhere in net ltd.