![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমানে নিজস্ব ডোমেইন রয়েছে এদের মধ্যে অনেক ব্লগ রয়েছে কিন্ত আমি আমার মতে সেরা কয়েকটা বাংলা ব্লগ তুলে ধরছি। এখনে সকল ব্লগ নাও থাকতে পারে। তবে আপনার জানা থাকলে আপনিও লিঙ্ক শেয়ার করতে পারেন। আপডেট করার চেষ্ঠা করবো।
সেরা ব্লগ লিস্টঃ
০১. সামহোয়্যার ইন...ব্লগ
০২. আমার ব্লগ
০৩. শব্দনীড়
০৪. ইস্টিশন
০৫. নকশা ব্লগ
০৬. সচলায়তন
০৭. চতুর্মাত্রিক
০৮. নাগরিকব্লগ
০৯. প্রথম আলো ব্লগ
১০. ক্যাডেট কলেজ ব্লগ
১১. সদালাপ
১২. শৈলী
১৩. বকলম
১৪. মুক্তমনা
১৫. মুক্তাঙ্গন
১৬. টুডে ব্লগ
২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৮
এই বাংলা বলেছেন: ঠিক বলেছেন
২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০১
সাহাদাত উদরাজী বলেছেন: রেসিপির জন্য আমার 'গল্প ও রান্না' তুলে দেয়ার আবেদন জানাচ্ছি! আশা করি আমাদের দেখে আসবেন।
গল্প ও রান্না
http://udrajirannaghor.wordpress.com/
২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫
এই বাংলা বলেছেন: ধন্যবাদ কিন্তু এটার তো নিজস্ব ডোমেইন নাই।
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩
নাঈমুল ইসলাম প্রজন্ম ’৭১ বলেছেন: ১ http://www.bdtomorrow.com/blog
২. http://www.shodalap.org/
আমু, সামু, আলু, নাগরিক, সচলায়তন, মুক্তমনা এরা (মডু) সবাই নাস্তিক নামধারি ল্যাঞ্জা লুকানো কট্টর জঙ্গি হিন্দু, নিজেদের ধর্মের ধজ্বভঙ্গতায় ব্যাথিত হয়ে তারা সারাদিন ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটিয়ে থাকে।
২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭
এই বাংলা বলেছেন: ভাই সদালাপ তো দেওয়াই আছে। আর বিডি টুডে তো নিউজ পোর্টাল।
৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭
মোঃ আনারুল ইসলাম বলেছেন: সামহোয়্যার ইন...ব্লগ এটাই আমাকে সবচাইতে বেশী ভাল লাগে।
২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯
এই বাংলা বলেছেন: এটা তো সবারই ভাল লাগে। তবু মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯
এই বাংলা বলেছেন: আমার ব্লগে মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ
৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৬
আম্মানসুরা বলেছেন: বাহ! নকশার নাম দেখে ভালো লাগছে।
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪১
এই বাংলা বলেছেন: ধন্যবাদ
৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৭
নাঈমুল ইসলাম প্রজন্ম ’৭১ বলেছেন: নিউজ পোর্টাল হলো http://bdtoday.net/
আর ব্লগ হলো - http://www.bdtomorrow.com/blog/
২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৮
এই বাংলা বলেছেন: ঠিক আছে অ্যাড করে দিচ্ছি।
৮| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫
আশমএরশাদ বলেছেন: ৩। শব্দনীড় হবে বানানটা এডিট করুন প্লীজ।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৯
এই বাংলা বলেছেন: ধন্যবাদ। ঠিক করে দিচ্ছি
৯| ০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:৪২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নক্ষত্র ভালো ব্লগ।
১০| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৯
রাজীব নুর বলেছেন: বেশ।
১১| ০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৪
ভূত গোয়েন্দা বলেছেন: বাংলা গল্প পড়ার জন্য ভূত গোয়েন্দা ভালো এখানে হরর, ভালোবাসার গল্প পড়তে পারা সহ আপনি লেখা প্রকাশ ও করতে পারবেন লিংক http://bhootgoyenda.blogspot.com
১২| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৩৭
ArmaanAhmed বলেছেন: আমার নতুন ব্লগ। Pori Moni : Biography, Age, Height, Weight, Husband or Boyfriend & Pictures
১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫
আজাদী আকাশ বলেছেন: আমার নতুন ব্লগ । টকেটিভ বাংলা এখানে আপনি রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সাহিত্য, গল্প, উপন্যাস, কবিতা, খেলাধুলা, বিনোদন, ধর্ম, স্বাস্থ্য সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে লিখে অর্থ উপার্জন করতে পারবেন।
১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:০১
মেহ্সান বলেছেন: “চিন্তা”-র চর্চাই মূল লক্ষ। মেহসান বাংলা ব্লগ
১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৫
অভিনন্দন দাস বলেছেন: সাহিত্য, বিজ্ঞান ও দর্শন বিষয়ক একটিকমিউনিটি ব্লগ :'প্রতিবেদন বাংলা ব্লগ'
https://pratibedanbangla.news.blog/
১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪১
খায়রুল আহসান বলেছেন: ক্যাডেট কলেজ ব্লগটি (১০ নং) একসময় খুব ভাল ছিল, প্রাণবন্ত ছিল। এখন অনেকদিন ধরে স্থবির হয়ে আছে।
সামুই শীর্ষে।
১৭| ১৪ ই মে, ২০২০ রাত ৮:০১
নেক্সটডোর বলেছেন: আমারও একখান ব্লগ ছিল। ১ মাস বয়সে শিশু। কেও চাইলে দেখে আসতে পারেন। নাম দিছি রেডিটুরিডিং.কম
১৮| ১১ ই মার্চ, ২০২১ রাত ১:০৮
হিম হাসান বলেছেন: বালুচর ব্লগ
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৪
সাইবার অভিযত্রী বলেছেন: ক্যাচালের জন্য নাগরিক ভাল!