![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতীয় মানবাধিকার
কমিশনের চেয়ারম্যান মিজানুর
রহমান বলেছেন, “রাষ্ট্র তুমি এমন কাজ
করো না, যাতে নাগরিকদের
মানসিক নির্যাতনের শিকার হতে হয়।
তিনি পোস্ট ট্রমাটিক সমস্যা হতে
পারেন, প্রতিবন্ধিতার শিকার হতে
পারেন।”
আহা!!!
অনেক দরদমাখা এই ডায়লগ খানা দিয়ে দেশ ও জাতিকে উজাড় কইরাইলছেন এই প্রতিবন্ধী মানবাধিকার কর্মী।
এই ভদ্রলোক টাকে আমার সন্দেহ হয়।উনার জেনুইন বায়োডাটা কারো জানা থাকলে প্লিজ শেয়ার করবেন।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪১
আমি মিন্টু বলেছেন: এই ভদ্রলোক টাকে আমার সন্দেহ হয়।উনার জেনুইন বায়োডাটা কারো জানা থাকলে প্লিজ শেয়ার করবেন
জানি না জানলে শেয়ার করমুনি
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪
আমি রুহুল বলেছেন: লোকটা মিনসে টাইপ,যতেষ্ট চালাক ও বটে।।।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭
গেম চেঞ্জার বলেছেন: এঁরে দেখলে মাঝে মাঝে শেয়াল পন্ডিত লাগে।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৮
নিউ সিস্টেম বলেছেন: হুম এরকম বলতেই পারে কাজের বেলায় ঠন ঠন ।