০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৫
তুমি,
তোমার জন্য আমার এ পৃথিবী!
ব্যস,এইটুকু;
এইটুকুই শুধু-।
আর কিছু নয়,
আর কিচ্ছু নয়।
তুমি,
আমার তুমি
জানবে কি তা কোনদিন?
অচেনা কুয়াশার ভীড়ে?
অচেনা নীল জলে?
১৪ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৪
তুমি,
সেই তুমি
যার জন্য অপেক্ষা করেছি অনন্তকাল...
না,আর কিছু নয়
পেরেছো শুধু কাাঁদাতে
তবু সেই হলো ভাল
নীল নয়নের নীল আলোয়
কিছুটা সময়তো ভাসলাম...
তারপর,আর যা কিছু আছে-
যা কিছু চির মঙ্গলময়
সবই তোমায় দিলাম,
তোমায় দিলাম ।
০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
তোমার জন্য জেগেছি সমস্ত সময়;
জেগে আছি আজো......