![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশী পরিচয় দিতে আমি গর্ববোধ করি
সামুর নামে দেখলাম কারা যেন কুৎসা রটাচ্ছে।এটা দু:খজনক। আমি তীব্র প্রতিবাদ জানাই,যদিও আমাকে অহেতুক কমেন্ট ব্যান করে রাখা হয়েছে।
আর ছাত্রলীগের নেতারা সাহবাগের সমাবেশের দিন স্টেজে উঠেছিল বলে আমি সন্দেহ থেকে একটা লেখা দিই।কিন্তু মডু সেই লেখাও ব্যান করে।এতে প্রমান হয় সামু জামাতিতো দুরের কথা বিএনপি মনাদেরকেও সহ্য করেনা।আমি ব্যন খেয়ে যদিও ব্যথিত হয়েছিলাম কিন্তু আমাদের সকলের প্রিয় সামুর অপপ্রচার আমার ভাল লাগেনি।শুনলাম যারা এটা শুরু করেছে তারা তিব্র আওয়ামি মৌলবাদি এবং সামু থেকে বিতারিত পিয়াল ও জিসান শা ইকরাম গং।
সামু কারো বাপের নিজস্থ সম্পত্তি নয়,গনতন্ত্রের খাতিরে সামু যা করছে তা অধিক গ্রহনযোগ্য।তাইতো এতো সামু ভক্ত।
সামু এগিয়ে যাও আমরা আছি তোমার সাথে।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২
ভুভুজিলা বলেছেন: থ্যাঙ্কু ভাই
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
সান কিং-১ বলেছেন: হাম্বা পিয়াল একটা ভন্ড
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
আরিফ চৌধুরী বলেছেন: I support everybody to express his/her own opinion.