![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশী পরিচয় দিতে আমি গর্ববোধ করি
রাজনৈতিক কচকচানি আছে বলেই আজকাল অনেকের মতো আমিও এই টিভির দুএকটি অনুষ্ঠান দেখেছি।
সেদিন দেখলাম যুদ্ধাপরাধিদের আইনজীবী তাজুল ইসলামের লাইভ টক শো।তিনি একা এক দিকে আর চারজন আওয়ামী ঘড়নার ইনক্লুডিং উপস্থাপিকা সহ পাচজনের সঙ্গে বিতর্ক করে যাচ্ছে।এই অল্প বয়সেই তাজুল যেভাবে পাচ জনের সঙ্গে লড়ে গেলেন তাকে বাহবা দিতেই হয়।
এরপরের পর্ব ছিল শাখওয়াত হোসেন বকুলের দ্বিতীয় কিস্তি।প্রথম পর্ব আমি দেখিনি কিন্তু শুনেছিলাম শাহ আজিজ শেখ মুজিবের সঙ্গে পাকিস্থানে গিয়েছে কি যায়নি সেই নিয়ে বিতর্ক হয়েছে আওয়ামি সংস্কারবাদি নেতা তোফায়েল আহমেদের সঙ্গে।তাই ২য় পর্ব দেখতে বসেও পেলাম একদিকে একা বকুল অন্যদিকে উপস্থাপিকাসহ ওরা পাচজন।
শুরুতে বকুলকে বলতে দেয়া হলো তারপর শুরু হলো জিয়গ্রাফি চ্যানেলে দেখা একটি হরিণ শিকারে একদল নেকড়ে যেমন ঝাপিয়ে পড়ে তেমনি ৭১ টিভির পূর্ব পরিকল্পিত আক্রমন।বকুল একা যদি ১০ মিনিটও বলে থাকে তবে ওরা চারজনে ৫মিনিট করে হলেও ২০মিনিট বিরুদ্ধাচরন করেও বকুলকে মাইক না দিয়ে বলে যাচ্ছিল আপনি অনেক বলেছেন।২৪ ডট কমের তৌফিক এলাহি ইন্টারনেট অজ্ঞবলে যখন বকুলকে অবজ্ঞা করছিলেন প্রয়োজন ছিল বকুলকে কেউ সাপোর্ট করুক কিন্তু চক্রান্তের ছক হিসেবে সেখানে বকুলের সঙ্গে কেউ নেই!
এরপর এলেন ওয়ান ইলেভেনে আওয়ামি লিগের বিশ্বাসঘাতক নেতা তোফায়েল আহমেদ।তার শিষ্টাচার বহির্ভূত কথা বার্তা শুনে আমরা হতবাক।একজন চল্লিশের বয়সি বর্তমান এমপি বকুলকে সে তুমি করে কথা বলা শুরু করে যেভাবে শাসিয়ে যাচ্ছিল তা শুধু আপত্তিকরই নয় রীতিমত বেয়াদবি।তোফায়েল আহমেদ ক্ষমতায় থেকে একজন মাননীয় বিরোধী দলের এম্পিকে যেভাবে বকাবকি করেছেন টিভি টকশোর ইতিহাসে তার নজির নেই।উপস্থাপিকা যেকোনভাবে এই পরিবেশ ঠান্ডা করতে পারতেন কিন্তু করেননি। আর এর সবই ব্যবস্থা করেছেন ৭১ টিভির পচা বাবু।
পাদটিকাঃ ওয়ান ইলেভেনের শেষে এসে এই বিশ্বাসঘাতক তোফায়েল আহমেদ যখন দূর্নীতির মামলায় ফেসে গিয়ে গ্রেফতার হচ্ছিলেন তখন চ্যানেল আই টিভিতে নিজের সাফাই গাইতে গাইতে চোখের পানি ঝড়াচ্ছিলেন!আমাদের আর বেশিদিন অপেক্ষা করতে হবেনা সে আবারো এসে চোখের পানি ঝরাবে আর আমরা আম জনতা তা দেখে বলবো ,”যেমন কর্ম তেমন ফল”।
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৯
ভুভুজিলা বলেছেন: চ্যানেল আইতে এই বিশ্বাসঘতক তোফায়েল আহমেদ নিজে বলেছেন সে বংগবন্ধুর দেয় সাহায্যের টাকা মুসলিম লিগ নেতা সবুর খান এবং শাহ আজিজকে দিয়ে আসতেন।
দালালদের প্রতি তখন এতো মানবতা কেন ছিল?
২| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০১
মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: এমপি বকুল ইতিহাস বিকৃতি করতে গিয়ে ধরা খাইছে।
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১২
ভুভুজিলা বলেছেন: আমি বলেছি ৭১ টিভি এবং একদল নেকড়ের কাহিনী ।
এতোজন মিলে ধরলে ধরাকে সরা বানানো ব্যাপারনা ভাই
৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৪
ক্লিকবাজ বলেছেন: ৭১ টিভির অনুষ্ঠান দেখলে বুঝা যায়, আওয়ামীলীগের চামচামি কাকে বলে, কত প্রকার ও কি কি সঙ্গা ও বিশ্লেষণ সহ বাস্তব উদাহরণ। যেখানে বিটিভিও শোচনীয়ভাবে পরাজিত।
নির্লজ্ব্য চামচামিরওতো এক্টা সীমা থাকা উচিৎ।
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৩
ভুভুজিলা বলেছেন: আমি এটাই বলতে চেয়েছি,ধন্যবাদ
৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৭
মামুন হতভাগা বলেছেন: চান্দু,গু আজম বা চাইদির গুয়া বাচাইতে আর কত মিথ্যা কইবা ? এইবার অফ যাও গেলমান
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৪
ভুভুজিলা বলেছেন: ুই বলতে চাস ৭১ টিভি এবং একদল নেকড়ের কাহিনী মিথ্যা? কতো পাস ব্যাটা?
৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৯
আহমেদ রিজভী বলেছেন: ৭১ এর কাছে বিটিভি ফেল ।
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৫
ভুভুজিলা বলেছেন: ৭১ টিভি হায়েনা হলে বিটিভি পাচাটা কুকুর মাত্র
৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১০
পোকেমোন০০৭ বলেছেন: ৭১ টিভি এই কাজটা সবসময়ই করে।
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৭
ভুভুজিলা বলেছেন: আর রাম বোধাইয়ের দলরা তার পরও সেখানে গিয়ে অপদস্থ হয় !
৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১০
মামুন হতভাগা বলেছেন: মিথ্যা তথ্য দেওয়ায় পোষ্ট রিপোর্টেড
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২০
ভুভুজিলা বলেছেন: কাকে কুন খানে মিথ্যা তথ্য দেয়া হলো খুলে বল,বালের পেইড ব্লগার।
রিপোর্টেড অর্থ বুজে নে আগে
৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৭
দিশার বলেছেন: আইচ্ছা ভাই আপনার কথা মানলাম। এখন কোন আপনে কেন গোলামের গোআ চাটেন .
বাংলার বুকে এই হায়েনা দের বিচরণ কি কেন সমর্থন করেন?
স্বাধীনতা যুদ্ধ করে যে দেশটার জন্ম হল , সেই দেশ এর জন্য কি একটু মায়া হয় না ?
রাজাকার , আল বদর কি করসে ৭১ য়ে জানেন না ? ইতিহাস পরেন নাই ?
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৪
ভুভুজিলা বলেছেন: আইচ্ছা আপনে নিজে গু চেটে আমাকে কেন বলছেন?এখানে কোথায় কাকে আমি আক্রমন করলাম?
আমি শুধু মিথ্যাচার ধরিয়ে দিলাম মাত্র !আর হ্যাঁ ইতিহাস শুধু আপনিই জানেন?
৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৬
দিশার বলেছেন: গালি চলে আসে তাও দিলাম না। ওই লোক কি শাহ আজিজুর রে ! মিথ্যা কে বলসে? বকুল না আর ৫ জন ?
ইতিহাস জানা লাগবে না, আত্ম সীকৃত স্বাধীনতা বিরোধী গোলাম , নিজামী মুজাহিদ এর দল কি করে সপ্পর্ট করেন ?
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৫
ভুভুজিলা বলেছেন: তোফায়েল আর তোর মাঝে ফারাক কি আছেরে?
গালি পাবার যোগ্য কে জানস? ঐ পচা বাবু!
১০| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৭
মামুন হতভাগা বলেছেন: ছাগলের বাচ্চা,বকুল যখন মিথ্যা তথ্য দিচ্ছিল তখন তুই কানে কি মেশিম্যানের মেশিন কানে ঢুকাইছিলা? শুয়োরের বাচ্চা, আমি পেঈড ব্লগার?গু আজম আর চাইদির গুয়া চাটবা আর তা কইলেই আমি পেঈড?শুয়োরের বাচ্চা,তোরা হইলি জামাতি পেঈড।
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০২
ভুভুজিলা বলেছেন: বংশ পরিচয় পাওয়া গেল
১১| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৩
অেসন বলেছেন: বকুল সাহেব কি বর্তমান এমপি ? মিথ্যা তথ্য। তোফায়েল আহমেদ এর মতো একজন নেতাকে কিসের ভিত্তিতে বেয়াদব, দূর্নীতিবাজ, বিশ্বাসঘাতক বললেন ? আপনি বকুল সাহেব এর থেকে খোঁজ নিয়ে দেখেন তুমি করে বলায় উনি মনোকষ্ট পেয়েছে কিনা ? দলের নেত্রীর সাথে ভিন্নমত পোষন করলে কি বিশ্বাসঘাতক হয়ে যায় ? আপনার প্রিয় বকুল সাহেব মান্নান সাহেবের সাথে মিলে ভিন্ন কমিটি করেছিল, যা তোফায়েল করে নাই। তাহলে কে বিশ্বাসঘাতক?
৭১ টিভি আলীগের দালাল হলে আপনাদের ১৮ দলকে বর্জন করতে বলুন।
অংশ নিবেন তারপর হায়েনা বলবেন, এটা ঠিক না।
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১১
ভুভুজিলা বলেছেন: এখন বর্জন করা ছাড়া উপায় নেই।
আপনাকে ধন্যবাদ এই জন্য যে আর সব হায়েনাদের মতো খাড়াপ ভাষা ব্যবহার করেননি।যুক্তি তর্ক মানেও তুই তুকারি আর রাজাকারের বাচ্চা নয়।কিছু কিট এই ভাষা ব্যবহার করে পরিবেশ দুষোণ করছে
১২| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৪
চলতি নিয়ম বলেছেন: টকশোর লিঙ্ক টা দেন দেখি। আর বকুল সাহেবের ম্যা ম্যা করার ভিডিও এই পোস্টে আছে।
লজ্জায় আমার কচুগাছে গলায় দড়ি নিতে ইচ্ছা কর্তেছে..........
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৭
ভুভুজিলা বলেছেন: ডীবেট চলবে,হার জিত হবেই।কিন্তু তোফায়েল আহমেদ যেভাবে ধমক ধামক দিয়ে কথা বলেছে তা অশোভন।ভিডিও থাকলে আবারো দেখে নিন কেণ আমার এই পোষ্ট।
ধন্যবাদ
১৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৫
রঁমাকান্তকামারঁ বলেছেন: ক্লিকবাজ বলেছেন: ৭১ টিভির অনুষ্ঠান দেখলে বুঝা যায়, আওয়ামীলীগের চামচামি কাকে বলে, কত প্রকার ও কি কি সঙ্গা ও বিশ্লেষণ সহ বাস্তব উদাহরণ। যেখানে বিটিভিও শোচনীয়ভাবে পরাজিত।
নির্লজ্ব্য চামচামিরওতো এক্টা সীমা থাকা উচিৎ।
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২
ভুভুজিলা বলেছেন: নির্লজ্ব্য চামচামিরওতো এক্টা সীমা থাকা উচিৎ।
ধন্যবাদ ভাই
১৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৯
কালবৈশাখীর ঝড় বলেছেন:
ভুয়া ছবি! শাহ আজিজ
এই ছবিটি ব্লগে ছাগুরা ব্যাবহার করে থাকে প্রায়ই।
bnpর mp শাখওয়াত হোসেন বকুল সাহেব বাঁশের কেল্লার একগাদা ভুয়া প্রিন্ট মেটেরিয়াল নিয়ে এসেছিল,
তারপর খাইলো রাম ধরা!
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৩
ভুভুজিলা বলেছেন: শুশিল ভাষা ব্যবহারের জন্য ধন্যবাদ।
আপনার বেশীরভাগ দলীয় কর্মির ভাষা মেথর পট্টির লোকেদের মতো।
যাই হোক আমার এই লেখাতে ঐ বিষয় নিয়ে কিছু বলা হয়নি। আমি বলতে চেয়েছি তোফায়েল আহমেদ যে ভাষায় বলেছে তা ঠিক হয়নি।আমরা এর চে কঠিন ডিবেট কলেজ বিশ্ববিদ্যালয়ে করি।কিন্তু এভাবে নয়।আর ৭১ টিভির ঊপস্থিকাগন সাংঘাতিক রকমের দলিয়মনা।
১৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৩
এই আমি সেই আমি বলেছেন: সাভারের এই মর্মন্তদ ঘটনার পর এই সমস্ত ক্যাচাল নিয়ে দুকলম লিখতে ইচ্ছে করছে না কিন্তু একজন মিথ্যাবাদীর পক্ষ নিয়ে আপনি যে ভাবে গালি গালাজের তুবড়ি ফোটাচ্ছেন অবশ্য অন্যরাও, তাই দু কলম লিখতে হল ।
বিটিভি বা দিগন্ত টিভি যে ভাবে এক পক্ষীয় লোকদের নিয়ে অনুষ্ঠান করে ৭১ কিন্তু সে রকম নয় । সেখানে ভিন্নমতের লোকও অংশ গ্রহণ করে । তার উদাহরণ সরদার সাখাওয়াত হোসেন বকুল। সে কিন্তু একাই ৫ জনের থেকে বেশী বলেছেন । অবশ্য ৭১ নামেই অনেকের এলারজি থাকে, এটা যদি আপনার থাকে সেটা ভিন্ন কথা ।
আপনি যেটা জোর দিয়ে বলতে চাচ্ছেন পাঁচ জনের সাথে এক জন লড়েছেন এবং এটাই আপনের পোস্টের মুল বক্তব্য । ছয় জনের মধ্যে একজন যদি বলে তিন চারে নব্বই হয় তাহলে বাকি পাঁচ জন বিরোধিতা করবে এটাই স্বাভাবিক । আর ঐ পাঁচ জনের মধ্য থেকে কেউ যদি ঐ একজনের মানুষিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে কিংবা দু চার কথা মন্দ বলে থাকে তাহলে কি তাকে খুব বেশি দোষ দেয়া যাবে ? সরদার সাখাওয়াত হোসেন বকুল যেভাবে হাস্যকর গুয়ারের মত একটা মিথ্যা বিষয়কে স্টাব্লিস করতে চাচ্ছিলেন তাতে তোফায়েল আহমেদ যেখানে সে নিজে সফর সঙ্গী আর সে ছাই পাশ প্রমাণ দিয়ে যাচ্ছিলেন তাতে সে তার পাওনা তিরস্কার থেকে অনেক কমই পেয়েছেন ।
যদি কেউ ফালুকে নিয়ে নেটে লিখে , ফালু একটি গৃহ পালিত জন্ত , তার দুইটি পা, চারটি লেজ আছে । সে আগুন খায়। আর আমি যদি সে গুলি নিয়ে এসে বলি ফালু একটি কামেল বান্দা। আর প্রমাণ হিসাবে আমি যদি বলি এগুলি আমি গুগলস (?) এ সার্চ দিয়ে ইন্টার নেট থেকে পেয়েছি তাহলে আপনি আমাকে কি সাদর সম্ভাষণ জানাবেন ?
৭১ টিভিতে বকুল সাহেব যা বলেছেন তা শুনে বিরক্ত হলেও অবাক হইনি , কারণ তথ্য প্রযুক্তি নিয়ে বকুল সাহেবের জ্ঞান সে হা করা মাত্রই বুঝে নিয়েছিলাম । কিন্তু পোষ্ট এবং উপরে অনেকের মন্তব্য দেখে আমার সন্দেহ হচ্ছে লোকজন কি পাগলা গারদ থেকে পোষ্ট এবং কমেন্ট লিখছে ?
২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
ভুভুজিলা বলেছেন: আগে বাংলাদেশের দুর্যোগমন্ত্রীর নামটা বলেন ভাই অর পাছায় একটা লাত্থি মেরে আসি।
এতো কিছু ঘটে যাচ্ছে তাদের দেখা নেই!
এটা কি আমাদের কাজ?শেয়ার বাজার লুটবে,পদ্মা সেতুর বখরা খাবে,হলমার্কের ঘুষ খাবে আর দুর্যোগে গা বাচিয়ে বসে থেকে মাসহারা নিয়ে মুক্তিযুদ্ধের গান গাইবে!!
যাগগে আপনার দীর্ঘ ও প্রচলিত ভাষার মন্তব্য পরে প্রীত হলাম।আমার ব্লগ জিবনে কোন আওয়ামি লিগারের মন্তব্য এমন সাধুভাষায় (গালাগালি মুক্ত) দেখিনি।অবশ্য লক্ষ্য করেছি শেষ অব্দি নিজেকে কন্ট্রোলে রাখতে পারেননি।তাই আমাদেরকে পাগল বলে ফেলেছেন।
আমার লেখা ছিল ৭১ টিভি এবং একদল নেকড়ের কাহিনী সেখানে বকুল কি বলেছে সেটা সাব্জেক্ট না। সাব্জেক্ হচ্ছে ৭১ টিভির উপস্থাপিকা এবং অন্যান্য চারজনের একযোগে আক্রমানত্বক কথাবার্তা যা প্রতিটা অনুষ্ঠানেই ঘটছে।
আশাকরি নিজে অনুধাবন করে শুধরাবার চেষ্টা করবেন।
ধন্যবাদ
১৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৯
আহসান২২ বলেছেন: ekharn e manush 71 er sangbadik dekhle dorani dei.
Er jonmoi chamchami krar jonno.
১৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১১
হুমায়ুন তোরাব বলেছেন: channenl 71
just bal
১৮| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪২
এই আমি সেই আমি বলেছেন: আপনি যেটা জোর দিয়ে বলতে চাচ্ছেন পাঁচ জনের সাথে এক জন লড়েছেন এবং এটাই আপনের পোস্টের মুল বক্তব্য । ছয় জনের মধ্যে একজন যদি বলে তিন চারে নব্বই হয় তাহলে বাকি পাঁচ জন বিরোধিতা করবে এটাই স্বাভাবিক ।
২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০০
ভুভুজিলা বলেছেন: ৭১ টিভির উপস্থাপিকা এবং অন্যান্য চারজনের একযোগে আক্রমানত্বক কথাবার্তা বলেই যাচ্ছে যা প্রতিটা অনুষ্ঠানেই ঘটছে।
এই টিভি কখনোই নিরপেক্ষ নয়।আপনার মতো একটা বা হাজারটা লোক ধরে এনে বসালে এক সুরতো হবেই।সোজা কথা বুজতে দেরি হচ্ছে নাকি না বুঝার ভান করছেন?
৭১ টিভির মালিক,উপস্থাপিকা এবং আমন্ত্রিত লোকেরা সবাই আওয়ামি পোষ্য শুধু মাত্র একজন বকুল জাতীয় বিরোধী লোক নিয়ে সেখানে বসিয়ে সাইজ করার অপচেষ্টা চলে।এবং এখানেই আমার আপত্তি।ইজ ইট ক্লিয়ার ফর ইউ
১৯| ০৩ রা মে, ২০১৩ ভোর ৬:৩১
ধীবর বলেছেন: এদেখি আগুন পোষ্ট। এভাবেই আওয়ামি লিগার আর তার পোষ্যদের আসল চেহারা উন্মুক্ত হতে থাকবে। অভিনন্দন আর ধন্যবাদ ভুভুজেলা ভাই। পোস্টে প্লাস।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৮
দিশার বলেছেন:
বকুল এর বাল সাল মিথ্যা কথা চোখে পরে না তদের ?