নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐ ফুল ফোটে বনে...যাই মধু আহরণে...দাড়াবার সময় তো নাই

ভাওয়াল০৫

মাছি ভন ভন ,শীতে কন কন

ভাওয়াল০৫ › বিস্তারিত পোস্টঃ

দেশে জঙ্গি তত্‍পরতা- আস্থারাখুন শেখ হাসিনার সরকারের প্রতি

০৫ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৪

দেশে জঙ্গিহামলার ঘটনা গুলশানেই প্রথম ঘটেনি ।এর আগে এর থেকেও বড় হামলা বিছিন্ন ভাবে বিভিন্ন স্থানে সংঘটিত হয়েছে ।৬৪ জেলায় একসাথে বোমা হামলার ঘটনার স্মৃতি পটে এখনো দাগ কেঁটে রেখেছে ।রমনার হামলার কথাও জানিও আমরা ।ওসব হামলায় তদন্ত হয়েছে ,সন্ত্রাসী বিচারের আওতায়ও এসেছে ।এবং সবচেয়ে বড় কথা- রাষ্ট্রপক্ষ জঙ্গিহামলার সেই ধকল কাঁটিয়ে উঠেছে সফলভাবে ।তাত্‍ক্ষণিক সরকারের ভাবমূর্তি ক্ষূন্য হলেও দীর্ঘমেয়াদী কোন ক্ষতির মুখে পরতে হয়নি রাষ্ট্রকে ।আর এর ক্রেডিট অবশ্যই পাবে তত্‍কালিন সরকারপক্ষ ।

গুলশানের এই হামলার থেকে বড় জঙ্গিহামলার পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করার অভিঞ্জতা আমাদের থাকলেও এই ধরণের হামলার পরিস্থিতি মোকাবেলা করার অভিঞ্জতা নেই আমাদের ।যেকোন জঙ্গিহামলায় রাষ্ট্রপক্ষকে বিদেশী মহলের চাপের মুখে পরতে হয় ।আর এই ক্ষেত্রে যেখানে বিদেশীদেরই টার্গেট করে হামলা চালানো হলো ,সুতরাং বহির্বিশ্ব থেকে কি পরিমাণ চাপের মুখে আছে সরকার তা বলার অপেক্ষা রাখে না ।।

বিএনপি বরাবরের মতই নিরবতা পালন করছে ।আমি এই মুহুর্তে বিএনপি চেয়ারপার্সন হলে আওয়ামীলীগের পাশে থাকার বিবৃতি দিতাম অন্তত ।একটি রাষ্ট্রের রাজনৈতিক পার্টি কি করে রাষ্ট্রের বিপদের দিনে মুখ বুজে থাকে বুঝি না ।।

শেখ হাসিনা- সরকারের প্রতি আমাদের আস্থা আছে ।সারা বিশ্ব যখন জঙ্গিদেরকে বিশ্বশান্তির হুমকিস্বরূপ দেখছে ,আমাদেরও অন্য কিছু ভাবনার অবকাশ নাই ।জঙ্গি দমনে শেখ হাসিনা- সরকার সফল হবে আশা করি ।

বিএনপি-জামায়েতের মত সুসংগঠিত দল যখন অরাজকতা সৃষ্টি করে যাচ্ছিল দেশজুরে- শেখ হাসিনার সরকার তা প্রতিহত করতে সক্ষম হয়েছে ।।এবার ভূমিকা পাল্টেছে ।জঙ্গিরা কখনোই সুসংগঠিত নয় কিন্তু এরা ভয়ানকের শীর্ষ পর্যায়ে অবস্থান করছে ।তবুও- শেখ হাসিনা- সরকার দেশে জঙ্গি তত্‍পরতাকে স্থিমিত করে দিতে সক্ষম হবে বলেই বিশ্বাস করি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.