নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐ ফুল ফোটে বনে...যাই মধু আহরণে...দাড়াবার সময় তো নাই

ভাওয়াল০৫

মাছি ভন ভন ,শীতে কন কন

ভাওয়াল০৫ › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্পের জয় হবে আমেরিকার জন্য দুঃসংবাদ!!

০৯ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২০

মানুষ রাজনীতির জন্মলগ্ন থেকেই রাজনীতিবিদদের দ্বারা নিষ্পেষিত হয়ে আসছে । সেটা সেই আদিম যুগ হোক কিংবা আজকের আধুনিক যুগ । একজন জাত ব্যবসায়ীকে তাই হঠাত্‍ করে রাজনীতির মাঠে পেয়ে আমেরিকাবাসী তার উপর প্রচন্ড আস্থা দেখাচ্ছে । একের পর এক বেফাঁশ কথা বলে যেতে থাকলেও জরিপ গুলোতে তার অবস্থান খুব বেশী খারাপ হচ্ছে না!

মানুষ রাজনীতিবিদদের ঘৃণা করতে গিয়ে রাজনীতিকেই ঘৃণা করতে থাকে ।ফলে নির্বাচনে কিংবা নির্বাচনীয় জরিপে অংশে নিচ্ছে না বিরাট একটা অংশ ।এটা পুরো পৃথিবীর চিত্র অথবা পুরো পৃথিবীর দুশ্চিতা হওয়া উচিত ।

আমেরিকাবাসী বিরাট একটা ভুল করতে যাচ্ছে ।প্রথম বিতর্কে বাজেভাবে হেরে গিয়েও বিভিন্নজরিপে ট্রাম্পের পয়েন্ট খুব বেশি কমেনি ।কিন্তু কালকের টাউন হল ফর্মেটের বিতর্কে কোনভাবেও যদি ট্রাম্প জিতে যায় ,তার প্রভাব বিশালাকার ধারণ করবে ট্রাম্পের মাঠপর্যায়ের জনপ্রিয়তায় । আমেরিকাবাসী যেকোন বাহানায় ট্রাম্পকে সমর্থন দিতে চাচ্ছে ।কিন্তু ট্রাম্প সে সুযোগ নিচ্ছে না !

অবশেষে এই বিতর্কে ট্রাম্প নূন্যতম ব্যবধানে জিতে গেলেও পয়েন্ট বিচিত্র চিত্র দেখা যাবে ।যেটা হবে আমেরিকার জন্য ভয়ঙ্কর ! ট্রাম্প শুধু ব্যবসায়ই শিখেছে ।আমেরিকার প্রেসিডেন্ট হতে পারলে সেই পদটাকেও সে ব্যবসা হিসেবেই নেবে ।এবং সে বলতে পারবে ,"ট্রাম্প রাজনীতিতে ব্যবসার ইতিহাসের সেরা চালটি চেলেছে ।"

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:



সে বলেছে, সে ২ হাতে নিজের জন্য টাকা আয় করেছে; এবার আমেরিকার সাধারণ মানুষের জন্য আয় করতে চায়।

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:০০

ভাওয়াল০৫ বলেছেন: রাজনীতিতে সম্পৃক্ত হয়ে উনি আস্তে আস্তে রাজনৈতিক বক্তব্য দিতে শিখবেন ।কিছুটা শিখেছেনও!

ট্রাম্প স্মার্ট ব্যবসায়ী.....

২| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২২

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর পোষ্ট

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:০৪

ভাওয়াল০৫ বলেছেন: জ্বি । ট্রাম্প প্রমাণ করবেন -রাজনৈতিক ক্ষমতাবলে নয় ,রাজনীতিকেই ব্যবসাক্ষেত্র হিসেবে ব্যবহার করা যায় ।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৪

সেলিম৮৩ বলেছেন: অাপনার পোষ্টে একটা চমৎকার তথ্য অাছে।
উনি সার্বিক বিবেচনায় অামেরিকার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন না।

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:০৮

ভাওয়াল০৫ বলেছেন: ট্রাম্পের চিন্তা-চেতনা আদিম মানের ।ব্যবসা খুব ভাল বুঝেন ।সবকিছুকেই ব্যবসা ভাবতে শিখেছেন!

৪| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:০৫

তিক্তভাষী বলেছেন: ট্রাম্প একটা ক্লাউন! আমেরিকানদের শুভবুদ্ধি হোক।

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:১৯

ভাওয়াল০৫ বলেছেন: প্রার্থী হিসেবে হিলারী দুর্বল ।আমেরিকা বাসী হিলারীকে চাচ্ছে না ।কিন্তু এদিকে ট্রাম্প টোঁপটা বিষফোড়ার মত গলায় এঁটে আছে!

৫| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ট্রাম্প জিতলে হবে পঁচা শামুক...

১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:১৩

ভাওয়াল০৫ বলেছেন: ট্রাম্প একগুয়ে ,কারো কথা শুনার লোক নয় । ক্ষমতা পেলে বেপরোয়া হয়ে উঠবে ।

৬| ১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩৫

সম্রাট৯০ বলেছেন: ট্রাম্প আমেরিকানদের জন্য নয় শুধু সারা বিশ্বের জন্য অশনি সংকেত সেটা আমেরিকানরা খুব সহজেই অনুমান করে ফেলেছে এখন, ট্রাম্প এখন শুধু কিছু গণ মাধ্যম আর কিছু সংগঠনের মুখেই আছে, সেটা দেখতে পাবেন আর কিছু দিন পরেই, শুধু মাত্র রেসিস্টদের আলোচনায় সে আছে আর কারো নয়।

১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৫

ভাওয়াল০৫ বলেছেন: আপনারা যারা আমেরিকাতে আছেন- ভিতরের খবর ভালো বলতে পারবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.