নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ইতিবাচক চিন্তা ইতিবাচক ফল বয়ে আনে ।\"

ভ্রমণ বাংলাদেশ

“ভ্রমণ বাংলাদেশ” ১৯৯৯ সালে প্রতিষ্ঠা হয়। ভ্রমণ এবং এডভেঞ্চার এক্টিভিটিস এর পাশাপাশি সামাজিক বিষয় নিয়ে কাজ করে থাকে। আর সেই সূত্রে ভ্রমণ ও ফটোগ্রাফী সংক্রান্ত লেখালেখি’র জন্য আমাদের এই আইডি। FB Page: http://www.facebook.com/VromonBangladeshpage E-mail: [email protected] Website: www.vromonbangladesh.org আমাদের ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/vromonbangldesh

ভ্রমণ বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

সাইকেল অভিযানঃ পূর্ণিমার সওয়ারী : The Last cycling route of Dost Mohammad Khan (সবুজ ভাই)

১২ ই মে, ২০১৩ রাত ১১:৪৪

The Last cycling route of Click This Link Dost Mohammad Khan (সবুজ ভাই)

যাত্রা শুরু : হিরাঝিল, গুলশান ব্রিজ

সন্ধ্যা ৭ :০০ টা

পথ দিতে হবে পাড়ি : মোট ( যাওয়া ও আসা ) আনুমানিক কিমি ৫০ কিমি

গতিঃ সর্বোচ্চ ২০ কিমি প্রতি ঘণ্টায়

সর্বনিন্ম ১৫ কিমি প্রতি ঘণ্টায়



অভিজ্ঞতা : একদিনে কমপক্ষে ৫০ কিমি সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে ।



যাত্রাপথঃ হিরাঝিল, গুলশান ব্রিজ > কুড়িল > খিলেক্ষেত > কনকর্ড লেক সিটি > ইছাপুরা বাজার > বড় মুশুরী > টান মুশুরী > রুপগঞ্জ ফেরীঘাট > আমুলিয়া > নন্দী পাড়া > বাসাবো বৌদ্ধ মন্দির



যাত্রা বিরতি:

ইছাপুরা বাজারে তরমুজ বিরতি ( Dost Mohammad Khan (সবুজ ভাই) যেখানে তরমুজ খেয়েছিলেন,

বিরতি সময়: ২০ মিনিট

ব্রিজের কাছে: ১০ মিনিট

বড় মুশুরী: যেখান থেকে Dost Mohammad Khan (সবুজ ভাই) ভাই বিদায় নিয়ে ছিলেন, এখানে উনার জন্য দোআ করা হবে ,বিরতি সময়: ১০ মিনিট



যাত্রা শুরু করার আগে নিজ দ্বায়িত্তে অবশ্যই সাইকেল ভালো ভাবে পরীক্ষা করবেন।



সাথে নিতে হবেঃ

১। সাইকেলের হেড ও টেল লাইট

২। হেলমেট

৩। রেইন কোট / পাঞ্চ (যদি বৃষ্টিতে ভিজতে চান তা হলে দরকার নাই)

৪। পলিথিন/জিপলক ব্যাগ ( মোবাইল ও মূল্যবান সামগ্রী বৃষ্টি থেকে রক্ষার জন্য)

৫। সাইকেল সারানোর যন্ত্রপাতি

৬। পানির বোতল







খরচ : নাস্তা



প্রয়োজনে যোগাযোগঃ

আবু বকর সিদ্দিকঃ ০১৭১-৪৪৪৪-৩৩০

তাহসিন শাহেদ : ০১৬১০-৫৫৫৫০০

রবিউল হাসান খান মনা : ০১৭১১-২৭৭২৫০

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৩ রাত ১১:৫৪

েবনিটগ বলেছেন: আমার অজ্ঞতা ক্ষমা ক্রবেন, dost mohammad khan কে?

১৫ ই মে, ২০১৩ রাত ১:২৩

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: দু:খিত দেরিতে উত্তর দেয়ার জন্য ।
দোস্ত মোহাম্মদ খান (সবুজ) আমাদের ভ্রমণসঙ্গী, বন্ধু, একজন সৃজনশীল ত্ত ডাচ-বাংলা ব্যাংকের একজন অফিসার ছিলেন ।
১৩ এপ্রি্‌ল,শনিবার সন্ধ্যায় রাঙ্গামাটিতে ব্রিজ থেকে নিচে পড়ে মারা যায় ।
মহান আল্লাহর উনাকে বেহেস্ত নসীব করুন ।
আমিন

২| ১৩ ই মে, ২০১৩ রাত ২:৪০

অমৃত সুধা বলেছেন: ধেয়ে আসছে মহাসেন, দেশজুড়ে দূর্যোগের ঘনঘটা

http://dhakajournal.com/?p=7318

৩| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৩:৫১

বিভ্রান্ত মানুষ বলেছেন: আমার অজ্ঞতা ক্ষমা ক্রবেন, dost mohammad khan কে?

১৫ ই মে, ২০১৩ রাত ১:২৪

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: দু:খিত দেরিতে উত্তর দেয়ার জন্য ।
দোস্ত মোহাম্মদ খান (সবুজ) আমাদের ভ্রমণসঙ্গী, বন্ধু, একজন সৃজনশীল ত্ত ডাচ-বাংলা ব্যাংকের একজন অফিসার ছিলেন ।
১৩ এপ্রি্‌ল,শনিবার সন্ধ্যায় রাঙ্গামাটিতে ব্রিজ থেকে নিচে পড়ে মারা যায় ।
মহান আল্লাহর উনাকে বেহেস্ত নসীব করুন ।
আমিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.