নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ইতিবাচক চিন্তা ইতিবাচক ফল বয়ে আনে ।\"

ভ্রমণ বাংলাদেশ

“ভ্রমণ বাংলাদেশ” ১৯৯৯ সালে প্রতিষ্ঠা হয়। ভ্রমণ এবং এডভেঞ্চার এক্টিভিটিস এর পাশাপাশি সামাজিক বিষয় নিয়ে কাজ করে থাকে। আর সেই সূত্রে ভ্রমণ ও ফটোগ্রাফী সংক্রান্ত লেখালেখি’র জন্য আমাদের এই আইডি। FB Page: http://www.facebook.com/VromonBangladeshpage E-mail: [email protected] Website: www.vromonbangladesh.org আমাদের ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/vromonbangldesh

ভ্রমণ বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

এভারেস্ট জয় করে নামার সময় বাংলাদেশি পর্বতারোহী সজল খালেদের মৃত্যু !

২১ শে মে, ২০১৩ বিকাল ৩:৫১

আমরা অতন্ত্য দু:খের জানাচ্ছি যে, বাংলাদেশী পর্বতারোহী ও চলচিত্র নির্মাতা (কাজলের দিনরাত্রির) মোহাম্মদ খালেদ হোসেন সজল ( সজল খালেদ ) পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করে নামার সময় মারা গেছেন (ইন্নানিললাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন) ।

"ভ্রমণ বাংলাদেশের" পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি ।

এভারেস্টে ঝরে গেল বাংলাদেশির প্রাণ

বাংলাদেশি পর্বতারোহী মোহাম্মদ খালিদ হোসেন গতকাল সোমবার বিকেলে এভারেস্ট অভিযানে মারা গেছেন।

নেপালে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব খান মোহাম্মদ মঈনুল হোসেন আজ মঙ্গলবার বিকেলে টেলিফোনে প্রথম আলো ডটকমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মঈনুল হোসেন জানান, গতকাল স্থানীয় সময় বেলা ১১টায় খালিদ হোসেন এভারেস্ট জয় করেন। সেখান থেকে নামার পথে বিকেলে এই বাংলাদেশি পর্বতারোহী মারা যান বলে জানতে পারেন তিনি। ওই দলে আট জন সদস্য ছিলেন। তাঁদের মধ্যে ৮২ বছর বয়সী এক বৃদ্ধও আছেন। তিনিও এভারেস্ট জয় করেছেন। দলের সদস্যরা নিচে নেমে এলে বিস্তারিত জানা যাবে।

নেপালে বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, গত ২৫ এপ্রিল কাঠমান্ডু থেকে এভারেস্টের উদ্দেশে রওনা দেন খালিদ। ২৪ এপ্রিল বাংলাদেশ দূতাবাসে যান তিনি।

নেপালের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা জানায়, একই দিন দক্ষিণ কোরিয়ার এক পর্বতারোহীও এভারেস্ট অভিযানে মারা গেছেন। এই দুই পর্বতারোহীর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে জানাতে পারেননি নেপালের কর্মকর্তারা।

নেপালি কর্মকর্তারা জানান, আট হাজার ৬০০ মিটার উঁচুতে পর্বতারোহী খালিদ মারা যান।

পর্বতারোহণ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করা যাবে না বলে নেপালি কর্মকর্তারা জানিয়েছেন। চলতি মৌসুমে এভারেস্টে এ পর্যন্ত পাঁচজন পর্বতারোহীর মৃত্যু হয়েছে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৫

আিম এক যাযাবর বলেছেন: ইন্নানিললাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। মহান আল্লাহ তাকে জান্নাত দান করুন। আমিন।

২| ২১ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৮

হিমাংশু বলেছেন: মনটা খারাপ হয়ে গেল!
তাঁর আত্মার শান্তি কামনা করি।
তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

৩| ২১ শে মে, ২০১৩ বিকাল ৪:২৬

না বি ল বলেছেন: ইন্নানিললাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন... তাঁর আত্মার শান্তি কামনা করি... :(

৪| ২১ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৩

সোহানী বলেছেন: মনটা খুব খারাপ হয়ে গেল। তাঁর আত্মার শান্তি কামনা করি। এবং ভবিষ্যত পর্বতারোহীদেরকে আরো সাবধান হওয়ার অনুরোধ জানাই।

৫| ২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

এলিয়ান বলেছেন: দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে!
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার।

৬| ২১ শে মে, ২০১৩ রাত ৮:০৭

খেয়া ঘাট বলেছেন: সোহানী বলেছেন: মনটা খুব খারাপ হয়ে গেল। তাঁর আত্মার শান্তি কামনা করি। এবং ভবিষ্যত পর্বতারোহীদেরকে আরো সাবধান হওয়ার অনুরোধ জানাই।

৭| ২১ শে মে, ২০১৩ রাত ৮:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আল্লাহ তার বিদেহী আত্বাকে শান্তি প্রদান করুন !

৮| ২২ শে মে, ২০১৩ রাত ১২:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
তাকে মারলো শেরপারাই।
পঞ্চাশ হাজার ডলার ফি নিয়েও অক্সিজেন সিলিন্ডার রিপ্লেস না করায় তার নির্মম মৃত্যু হল!
যে সিলিন্ডার পিঠে নিয়ে চুড়ায় উঠে ছিলেন নামার পথে তা শেষ হয়ে যায়।
দুঃসাহসী সজল খালেদের জন্য লাল সালাম!

৯| ২২ শে মে, ২০১৩ সকাল ৭:০১

রুপম শাহরিয়ার বলেছেন: তার মাগফেরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। মূসা ইব্রাহিমের ভাষ্যমতে তার লাশ খুজে পাওয়াটা বড় ধরনের চ্যলেন্জ।

১০| ২২ শে মে, ২০১৩ সকাল ৭:০৩

ফরটি ইজ দা নিউ থারটি বলেছেন: ইন্নানিললাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.