![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ভ্রমণ বাংলাদেশ” ১৯৯৯ সালে প্রতিষ্ঠা হয়। ভ্রমণ এবং এডভেঞ্চার এক্টিভিটিস এর পাশাপাশি সামাজিক বিষয় নিয়ে কাজ করে থাকে। আর সেই সূত্রে ভ্রমণ ও ফটোগ্রাফী সংক্রান্ত লেখালেখি’র জন্য আমাদের এই আইডি। FB Page: http://www.facebook.com/VromonBangladeshpage E-mail: [email protected] Website: www.vromonbangladesh.org আমাদের ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/vromonbangldesh
ফেসবুক ইভেন্ট !
অনেকটা বিরতী দিয়ে আবার আমরা শুরু করলাম ফটোত্তয়াক । ২৮ আগস্ট সরকারী ছুটি । উপলক্ষ্যে জন্মাষ্টমী । এই সুযোগে আমরা তুলেবো কিছু ছবি ।
সাথে আড্ডা আর খাবার । সন্ধ্রায় ফিরবো বাসায় ।
" ভ্রমণ বাংলাদেশ ফটোগ্রাফি উইং " এর ৬ষ্ঠ ফটোওয়াক এ বন্ধুরা যাব বোটানিক্যাল গার্ডেন ও বিরুলিয়াতে । বোটানিক্যাল গার্ডেন ও বিরুলিয়া নানা রংয়ের পাখি ও ফুলের ছবি তুলবো । সাথে শুভ্র মেঘ ও প্রকৃতির নানা রুপের ছবি ।
তারিখ :-২৮/০৮/২০১৩ খ্রিষ্টাব্দ
বার :- বুধবার
সময় :- সকাল ৯ টা - থেকে বিকেল ৬টা
স্থান :- বোটানিক্যাল গার্ডেনের গেট
খরচ (আনুমানিক) : ৩৫০/=
costs (estimated): 350/=
আগ্রহীরা কল করুন-
তাহসিন সায়েদ- ০১৬১০-৫৫৫৫০০
রবিউল হাসান খান মনা -০১৭১১-২৭৭২৫০, ০১৯১১-৯৭২০৭৯
Please Call Mona-01711-277250 or Tahsin - 01610-555500
ইমেইল[email protected]
or
[email protected]
কি কি সঙ্গে নিতে হবে - Thinks to Carry
১. ক্যামেরা (Camera)
২. ট্রাইপড (Tripod )
৩. ব্যাগ (Bag)
৪. ক্যামেরার অতিরিক্ত ব্যাটারী + ফ্লাসের অতিরিক্ত ব্যাটারী + মেমোরি কার্ড (Extra Battery + Card)
৫. সানগ্লাস (Sunglasse )
৬.ক্যাপ (Cap)
৭. গামছা (Gamsa)
৮. পানির বোতল (Water Bottle )
৯. ছাতা + রেইন কোর্ট ( Umbrella + Rain Cort )
১০ অনেক গুলো পলিথিন
২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৪
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেয়া জ্ন্য ।
২| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২০
মেফতাহুল সাগর বলেছেন: শনিবার করলে হয় না? আমাদের তো অফিস আছে।
২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৮
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: এবার বোধহয় হচ্ছে না । কারন ২৮ তারিখ সরকারী ছুটির দিন তো তাই ।
ইভেন্টে লক্ষ্য রাখুন । ইভেন্ট দিবো শনিবারেও ।
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৭
মেফতাহুল সাগর বলেছেন: ২৮ তারিখ শুক্রবার হয় কেম্নে?