নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ইতিবাচক চিন্তা ইতিবাচক ফল বয়ে আনে ।\"

ভ্রমণ বাংলাদেশ

“ভ্রমণ বাংলাদেশ” ১৯৯৯ সালে প্রতিষ্ঠা হয়। ভ্রমণ এবং এডভেঞ্চার এক্টিভিটিস এর পাশাপাশি সামাজিক বিষয় নিয়ে কাজ করে থাকে। আর সেই সূত্রে ভ্রমণ ও ফটোগ্রাফী সংক্রান্ত লেখালেখি’র জন্য আমাদের এই আইডি। FB Page: http://www.facebook.com/VromonBangladeshpage E-mail: [email protected] Website: www.vromonbangladesh.org আমাদের ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/vromonbangldesh

ভ্রমণ বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

রক্ত লাগবে ? কিছু সাধারণ বিষয় খেয়াল করুন - Leo Jisan লিও জিসান

০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৪

রক্ত লাগবে ? কিছু সাধারণ বিষয় খেয়াল করুন



বাংলাদেশে যাদের জরুরি প্রয়োজনে রক্ত লাগে, তারা বেশিরভাগই প্রথমে আত্মীয়দের থেকে জোগাড়ের চেষ্টা করেন।



না পেলে বিভিন্ন ব্লাড ব্যাংক বা সামাজিক যোগাযোগের মাধ্যমে (অধুনা জনপ্রিয়) চেষ্টা করেন।কিন্তু রক্ত না পেলে আমরা অনেকেই খুব হতাশ হয়ে যাই, গালাগালি করি বা না বুঝেই অনেক রকম কথা বলে ফেলি (যদিও ১৬ কোটির এই দেশে ব্লাড দেয়ার মত মানুষ খুবই নগণ্য)



তাই যারাই রক্ত জোগাড় করতে নামবেন, কিছু জিনিশ লক্ষ্য করলে অনেক কষ্ট কমে যাবে।



ব্লাড ব্যাংক এ গেলেঃ প্রতি ব্যাগ রক্তের জন্য ডাক্তারের রিকোজিশান ফরম ও কত ব্যাগ সে অনুযায়ী রক্তের স্যাম্পল নিয়ে তারপর যাবেন।





সামাজিক যোগাযোগের মাধ্যমে চাইলেঃ



https://www.facebook.com/call4blood.org



Click This Link



https://www.facebook.com/emergency.blood.donate



https://www.facebook.com/donateblood18



https://www.facebook.com/donate.blood4



https://www.facebook.com/soncharon



এই পেজগুলোতে পোস্ট করতে পারেন। খেয়াল রাখবেন, এই তথ্যগুলো যেন অবশ্যই থাকে। (১. রোগির সমস্যা,

২. রক্তের গ্রুপ ও কত ব্যাগ লাগবে,

৩. হসপিটালের নাম ও ঠিকানা, ব্লক/ওয়ার্ড, কেবিন/বেড নং, কত তলায়, (এ্যাডমিট না থাকলে হসপিটালের নাম লিখে সাথে বহিঃবিভাগ লিখবেন)

৪. কোন দিন ও কোন সময়ের মধ্যে লাগবে এবং

৫. মোবাইল নাম্বার (রোগীর সাথে হসপিটালে যিনি আছে) এবং উনি রোগীর কি হোন ? )

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৬

গাধা গরু বলেছেন: ধন্যবাদ তথ্যটা শেয়ার করার জন্য

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৬

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: আপনাকেও ধনবাদ পড়ার জন্য ।

২| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩২

হেডস্যার বলেছেন:
নোটেড উইথ থ্যাঙ্কস।

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৯

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: হেডস্যার ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.